যুক্তরাজ্যের ২৩তম রেইনবো চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হয় মায়ার জঞ্জাল(ডেব্রি অব ডিজায়ার)। সেখানে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ছবিটি।
মায়ার জঞ্জাল-এর মাধ্যমে ১৫ বছর পর বড় পর্দায় কাজ করলেন অপি করিম। ছবিটিতে তার চরিত্রের নাম সোমা। মেয়েটি কলকাতার। বেকার স্বামী আর একমাত্র সন্তানকে নিয়ে তার সংসার। সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে একটি বাসায় গৃহকর্মীর চাকরি করে সোমা। কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে নির্মিত ছবিটিতে আরও অভিনয় করেছেন কলকাতার ঋত্বিক চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, চান্দ্রেয়ী, বাংলাদেশের সোহেল মণ্ডল সহ অনেকে।
এন রাশেদ চৌধুরীর চন্দ্রাবতী কথা পেয়েছে স্পেশাল রেইনবো ফিল্ম সোসাইটি মেনশন। এবারের উৎসবে এশিয়ার অন্যান্য চলচ্চিত্রের সাথে বাংলাদেশ থেকে আরও কয়েকটি ছবি বিভিন্ন ক্যাটাগরিতে দেখানো হয়েছে।
গত ২৯ মে লন্ডনে শুরু হয় ২৩তম রেইনবো চলচ্চিত্র উৎসব। ৫ জুন উৎসবের পর্দা নামে। যুক্তরাজ্যের প্রথম বাঙালি এমপি রোশনারা আলী এর উদ্বোধন করেন। রেইনবো চলচ্চিত্র উৎসবের আয়োজক রেইনবো ফিল্ম সোসাইটি যুক্তরাজ্যের একটি অলাভজনক চ্যারিটি প্রতিষ্ঠান। উৎসবটিতে বিভিন্ন বিষয়ে পুরস্কার দেওয়া হয়ে থাকে।
মায়ার জঞ্জাল-এর প্রযোজক জসিম আহমেদ বলেন, এবার বিভিন্ন দেশ থেকে ৮৪টি চলচ্চিত্র জমা পড়ে। সেখান থেকে ২০টি ভাষার ৪৪টি চলচ্চিত্র নির্বাচিত হয়। এর মধ্যে ছিল বাংলাদেশ, শ্রীলংকা, ভারত, চীন, ইরান, বুলগেরিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, ফিলিপাইন, ইরান, সুইজারল্যান্ড, আর্জেন্টিনা, আর্মেনিয়া এবং লিথুয়ানিয়ার ছবি। এত ছবির মধ্য থেকে সেরা চলচ্চিত্রের পুরস্কার পাওয়া সত্যিই আনন্দের।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২০তম আসরে এশিয়ান কমপিটিশনে ছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত মায়ার জঞ্জাল (ডেব্রি অব ডিজায়ার)। গত ২২ জানুয়ারি কেন্দ্রীয় গণগ্রন্থাগারে এর প্রদর্শনী হয়।
২০২০ সালে চীনের মর্যাদাসম্পন্ন সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের অফিসিয়াল সিলেকশনে ইন্দ্রনীল রায়চৌধুরী পরিচালিত মায়ার জঞ্জাল-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। ইউরোপিয়ান প্রিমিয়ার হয় মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। একই বছর ইন্দোনেশিয়ার জাকার্তায় জোগজা-নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ১৫তম আসরে এশিয়ান পার্সপেক্টিভস বিভাগে আমন্ত্রণ পায় ছবিটি।
এছাড়া ইতালির রোমে এশিয়াটিকা ফিল্ম ফেস্টিভ্যালের ২১তম আসরের প্রতিযোগিতা বিভাগ এনকাউন্টার উইথ এশিয়ান সিনেমায় আমন্ত্রিত হয়ে বেস্ট ফিচার ফিল্ম জুরি অ্যাওয়ার্ড জেতে মায়ার জঞ্জাল।