গণধর্ষণের ঘটনাটি ঘটেছিল গত ৩১ জানুয়ারি। ঢাকার গাজীপুরে এক অভিনেত্রীকে গণধর্ষণের অভিযোগে ৫ ইউটিউবারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইউটিউব ভিডিওতে অভিনয় করার কথা বলে ওই মডেলকে ঢাকার গাজীপুরের কাশিমপুর এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে ৫ ইউটিউবার। গ্রেপ্তারকৃতরা হল জাহাঙ্গীর আলম, তার সহযোগী সুমন মিয়া, রাসেল তালুকদার, জহির উদ্দিন ও সাহাবুল।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনের অধীনে মামলা দায়ের করেছেন সারভাইবর নারী।
গতকাল মঙ্গলবার (২ ফেব্রুয়ারি, ২০২০) ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে পাঁচজনকে গ্রেপ্তার করেছে গাজীপুরের কাশিমপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বুধবার বিকেলে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা বলেন, গত ৩১ শে জানুয়ারি রাতে জাহাঙ্গীর আলম ও তার সহযোগীরা একটি ইউটিউব চ্যানেলের ভিডিওতে মডেলিংয়ের জন্য মেয়েটিকে ডেকেছিল। তারা তাকে তার বাড়ির একটি ঘরে তালাবদ্ধ করে এবং পালাক্রমে তাকে ধর্ষণ করে।