অ্যাসেক্সুয়াল: প্রেম রোম্যান্স সব আছে শুধু যৌনতা নেই
পৃথিবীতে আছে নানা রকম ধরনের যৌনাচার। যৌন আকর্ষণ না থাকাও একরকমের যৌনাচার। আকর্ষণ আছে প্রেম আছে, রোম্যান্স আছে নেই শুধু যৌনতা। ওরা অযৌন, ওরা অ্যাসেক্সুয়াল ওরা অলৌকিক। সমকামিতা বা বিসমকামিতার মত ‘অযৌন’ হওয়াও একটি যৌনাচার। এ পৃথিবীর আনুমানিক ১ শতাংশ জনসংখ্যা অযৌন বলে বিশ্বাস করেন বিশেষজ্ঞরা।
লেখাটি যৌনতা কী তা নিয়ে নয় বরং অযৌনতা কী তা নিয়ে। যৌন আকর্ষণহীন মানুষেরা অসুস্থ নন বরং এটাই তাদের অনুভূতি।
ধরুন, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থেকে যৌনতার ইচ্ছে একটি যৌন অনুভূতি বা দৃষ্টিভঙ্গি। আবার সমকামিতা হল নিজ লিঙ্গের মানুষের প্রতি যৌন দৃষ্টিভঙ্গি। আবার ভাবুন ব্রহ্মচর্য বা যৌনতা বিসর্জন আর অযৌন হওয়া এক কথা নয়। কারণ ব্রহ্মচর্যে অনিচ্ছা নয় বিরত থাকার সিদ্ধান্ত থেকেই তারা অযৌন থাকেন।
ট্রেভরের মতে, অযৌন অনুভূতি হল একটি ‘ছাতা শব্দ’ যা বর্ণালীর মত। এটির বিভিন্ন বর্ণনা আছে, যাতে কোনও ব্যক্তি শনাক্ত করতে পারে। যদিও বেশিরভাগ অযৌন মানুষেরা যৌন মিলনে আগ্রহ না থাকলেও তারা রোমান্টিক আকর্ষণ অনুভব করতে পারেন। তবে অন্যরা সেটাও ‘না’ করতে পারে। এটি ছাতার মতই বিস্তৃত। তাদের মধ্যে কেউ যৌন সংবেদনশীল, কেউ নন।
যৌনতায় পৌঁছার আগে সাধারণ মানুষের অনুভূতি কী?
১.ভালবেসে ফেলেছি
২. কামনা (ডিজ্যায়ার) অনুভব করছি।
৩. উত্তেজনা অনুভব করছি।
৪. প্রচণ্ড উত্তেজনা বোধ করছি।
৫. বিয়ে করব, বিয়ে হচ্ছে।
এগুলো সব যৌন দৃষ্টিভঙ্গী। অন্যদিকে অযৌন অনুভূতির অনেকগুলো রঙ আছে। ওরা রোম্যান্টিক বা অ্যান্টিরোম্যান্টিক হতে পারে।
রোমান্টিক
ওদের রোমান্টিক দৃষ্টিভঙ্গি আছে তবে তাদের যৌন দৃষ্টিভঙ্গি একেবারেই আলাদা। ওরা ভালোবাসে, ঘনিষ্টতা অনুভব করে, কাছে যায়, অনুভব করে তবে ওরা ভালবাসার কোন শরীরী পরিণতি চায় না। বেশিরভাগ অযৌন ব্যক্তিরা। যদিও দুটি বেশিরভাগ লোকের মধ্যে অন্তর্ভুক্ত, তারা আলাদা।
অ্যান্টিরোম্যান্টিক
এরা রোমান্টিক নয়।মানুষের সাথে তাদের ভালো সম্পর্ক হতে পারে। তবে তাদের প্রেম অনুভূতি নেই। অন্য মানুষের প্রতি একান্ত প্রেম এরা অনুভব করে না। এরা নির্ভেজাল আড্ডা দিতে পারে। এরা ঘুরতে ভালোবাসে। তবে ওরা প্রেমে পড়ে না।
ডেমিসেক্সুয়াল
ডেমিসেক্সুয়াল লোকেরা যৌন বা রোমান্টিক আকর্ষণ অনুভব করে। তবে সেটি হতে হবে মানসিক সংযোগ স্থাপনের পরেই। এদের গ্রে সেক্সুয়ালও বলা হয়। এমন লোকেরা কেবল মাঝেমাঝেই রোমান্টিক আকর্ষণ অনুভব করেন। এখানে লক্ষ্য রাখতে হবে এ যৌন অনিচ্ছা বা ব্যাধি বা যৌন বিপর্যয় নয়। ওরা প্রাকৃতিকভাবেই এমন। তাই ওদের অলৌকিকও বলা হয়।
অযৌন ব্যক্তিদের আকর্ষণের ধরন
রোমান্টিক আকর্ষণ— কারও সাথে রোমান্টিক সম্পর্ক কামনা করে
নান্দনিক আকর্ষণ— কারও চেহারা কেমন তার ভিত্তিতে আকৃষ্ট হওয়া
কামুক বা শারীরিক আকর্ষণ— কাউকে স্পর্শ করতে, ধরে রাখতে বা জড়িয়ে ধরতে চায়
প্লাটোনিক আকর্ষণ— কারও সাথে বন্ধু হতে চান
মানসিক আকর্ষণ— কারও সাথে মানসিক সংযোগ চায়।
এর বাইরে ওরা কোন শরীরী প্রেম অনুভব করে না।ওদের কাছে পৃথিবী যৌনতাকেন্দ্রিক না। এবং এর কোন গভীর কারণ নেই। বিসমকামিতা, সমকামিতা বা উভকামিতার মতোই যৌনতাহীনতারও কোন অন্তর্নিহিত ‘কারণ’ নেই। পৃথিবীর মানুষ প্রত্যেকে তার মত। এ অমিল জেনেটিক নয়, আঘাতের ফল নয়। ওরা অলৌকিক।