আইনজীবী নির্বাচনে চট্টগ্রামে ৪ পদে নারী প্রার্থী ৫জন
রাত পেরোলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২২। চট্টগ্রাম আদালত পাড়ায় ঈদের আমেজ। উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা নিজেদের প্রচারণা চালাচ্ছেন। এবারের নির্বাচনে ১৯টি পদের মধ্যে ৪টি পদে ৫ জন নারী আইনজীবী প্রার্থী হয়েছেন। এছাড়াও দুটি প্যানেল থেকে ৩৮জন প্রার্থী ও ১জন স্বতন্ত্র পার্থীসহ ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৯ জন প্রার্থী।
বৃহস্পতিবার (১০ ফেব্রয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতির মিলনায়তনে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে আনুমানিক ৬ হাজার আইনজীবী ভোট দেবেন। এরমধ্যে নারী আইনজীবীর সংখ্যা প্রায় ১ হাজার।
এবার নির্বাচনে দুটি প্যানেল প্রার্থী দিয়েছে। আওয়ামীপন্থী আইনজীবী সমন্বয় পরিষদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যপরিষদ ৯টি সম্পাদকীয় এবং ১০টি নির্বাহী সদস্যসহ ১৯টি পদের সবকটিতে প্রার্থী দিয়েছে। তবে এবারের নির্বাচনে সমমনা আইনজীবী সংসদ এবং গণতান্ত্রিক আইনজীবী পরিষদ কোন প্রার্থী দেয়নি।
৪টি সম্পাদকীয় পদ থেকে কেবল সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে দুই প্যানেল থেকে দুজন নারী আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আইনজীবী ঐক্য পরিষদ থেকে অ্যাডভোকেট লায়লা নূর ও আইনজীবী সমন্বয় পরিষদ থেকে অ্যাডভেকেট তানজিলা মান্নান জুথি। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে দুই প্যানেল থেকে ৩ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সাজেদা বেগম সাজু , সেলিনা আকতার এবং আইনজীবী ঐক্য পরিষদ থেকে বিলকিস আরা মিতু।
এছাড়া নির্বাচনে সভাপতি পদে ২জন এবং সাধারণ সম্পাদক পদে ২জন প্রার্থী হয়েছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামীপন্থী আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডেভোকেট আবু মোহাম্মদ হাশেম, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যফ্রন্টের অ্যাডভোকেট মোহাম্মদ নাজিমউদ্দিন চৌধুরী । সাধারণ সম্পাদক পদে আওয়ামী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট আবুল হোসেন মোহাম্মদ জিয়াউদ্দিন, জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের অ্যাডভোকেট মো. আবদুস সাত্তার সারোয়ার।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচনী কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী রেজা জানান, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।