আইনের ছাত্রীর লাইভ/ হাটহাজারীতে ভূমি দখলে গভীর রাতে নারীর উপর হামলা
চট্টগ্রামের হাটহাজারীতে গভীর রাতে বাড়িতে ঢুকে নারীর উপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মারধরের শিকার হয়েছেন মা মেয়েসহ ৪ নারী। বিপর্যস্ত পরিবারটির মেয়ে (প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্রী) ফেসবুক লাইভে এসে পুরো ঘটনাটি দৃশ্যায়ন করেন।
তিনি অভিযোগ করে বলেন, ‘আমার দাদুভাই বীর মুক্তিযোদ্ধা, আমার বাবা অসুস্থ। বাসায় আমরা তিনবোন ও মা। মূলত মেয়ে বলেই আমাদের উপর এমন হামলা চালানোর সাহস পায়। আমরা বাড়ি থেকে ভয়ে বের হতে পারছি না। পঞ্চাশের বেশি ভাড়াটে সন্ত্রাসী এসেছে এখানে। পুলিশও আমাদের সাহায্য করছে না। ঘটনাস্থলে এসে উল্টো তারা প্রতিপক্ষের পক্ষেই কথা বলেছে। আমাদের সাহায্য করার মত কেউই নেই।’
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চরমোকার পাড়া এলাকায় শুক্রবার (১৯ মার্চ) রাত বারোটার দিকে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠে। হামলায় অভিযুক্তরা হলেন নাসিরউদ্দিন পাভেল, নুরুল হুদা ও ইয়াসমিন আক্তার। দুই পরিবারের ‘ব্যবহারের রাস্তা’ নিয়ে পুরনো শত্রুতা তাদের। সে শত্রুতার জেরে প্রতিপক্ষের মেয়েকে অপহরণ ও ধর্ষণ চেষ্টা ঘটনাও ঘটেছিল বলে জানিয়েছে ভিকটিম পরিবারটি। অন্যদিকে হাটহাজারী থানা পুলিশ বলছে হামলার ঘটনা ঘটেনি।
ভিকটিম ছাত্রী উইম্যানভয়েসবিডিকে বলেন, ‘আপু আমার বাবা অসুস্থ। ঘরে আমরা তিন বোন ও মা। মেয়ে বলেই আমাদের উপর হামলা চালাতে তারা ভয় পায় না।’
হামলার ঘটনার বর্ণনা দিতে গিয়ে লাইভে আসা আইনের ছাত্রী উইম্যানভয়েসবিডিকে বলেন, গভীর রাত বারোটার সময় আমাদের বাসায় পুলিশ পরিচয় দিয়ে ৩জন মানুষ আসে। এসে আমার মাকে বলে ‘আপনার নামে ওয়ারেন্ট আছে’। এটা বলেই তাকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে মারধর করে। আমি লাইভে আসার চেষ্টা করতেই আমার ও বোনের উপরও হামলা হয়। আমাদের বাড়ির ভেতরের জিনিসপত্রসহ সবকিছু তছনছ করে। আমাকে ও আমার বোনকে নোংরা ভাষায় গালি দিয়ে আমাদের হত্যার হুমকি দেয়। পঞ্চাশের অধিক লোক মিলে হামলা করেছে।
তিনি বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে এসেছে এটা ঠিক। তবে আমাদের রক্ষার জন্য নয়। প্রতিপক্ষকে সাহায্য করতে। হামলার হাত থেকে উদ্ধারের বদলে পুলিশ আমাদের এসে বলে, ‘রোড তো আপনাদের না’। ওসি উল্টো আমার নামে আজেবাজে কথা বলেছে। আমি ফোন করে ঘটনাটি ইউএনওকে জানাই।’
ভিকটিম ছাত্রী উইম্যানভয়েসবিডিকে বলেছেন, ‘ওই জমিটি হল রাস্তা। সেটি দুই পরিবারই ব্যবহার করে। এতে আমাদের উভয়ের অধিকার সমান। ব্যবহার্য রাস্তা বন্ধ করতে চাইলে আমার পরিবার আদালতের দ্বারস্থ হয়। ওই ভূমিতে কোন নির্মাণ বা স্থাপনা তৈরিতে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ওই রাস্তাটিকে দখলে নিতে দুই বছর আগেও আমার উপর জঘন্য অপরাধ হয়েছে। এরপর বারবারাই তারা আমাদের উপর নানা নির্যাতন করে রাস্তাটি দখলে নিতে চায়। সেই জের ধরে হামলার ঘটনাটি ঘটিয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম (ওসি) উইম্যানভয়েসবিডিকে বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছি। জমিজমা নিয়ে সেখানে পূর্ব শত্রুতা ছিল । এখন তারা ওয়াল করছে আরকী। অন্যপক্ষ বিভিন্নভাবে সে কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে।’
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে আইনের ছাত্রী হামলার অভিযোগ এনে ফেসবুক লাইভে আসার বিষয়টি জানিয়ে ৫০ জনের অধিক ভাড়াটে লোক এনে হামলার ঘটনার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে রফিকুল ইসলাম (ওসি) বলেন, ‘বললেই তো হল না। আমি সেরকম কোন হামলার কথা জানিনা।’
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি।
হাইকোর্টের নির্দেশনা অনুসরণ করে উইম্যানভয়েসবিডিতে কোন ভিকটিম নারীর নাম উল্লেখ করা হয় না