প্রতিবশীর এক বাড়িতে প্রাইভেট পড়ত আট বছর বয়সী শিশুটি। শিশুটিকে ধর্ষণের পরিকল্পনা আঁটে দুই যুবক তরিকুল ও জিহাদ। তারা যুক্ত করে কিশোর রিয়াজকেও। এরপর একদিন প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে দুই যুবক ও এক কিশোর মিলে মুখ চেপে ধরে জঙ্গলে নিয়ে যায় শিশুটিকে। সেখানে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে ১৪ বছর বয়সী কিশোর রিয়াজ। শিশুর চিৎকারে লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়।
শিশুটিকে ধর্ষণের পরিকল্পনা আঁটে দুই যুবক তরিকুল ও জিহাদ। তারা যুক্ত করে কিশোর রিয়াজকেও।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যার দিকে ধর্ষণের ঘটনাটি ঘটেছে বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার গলাচিপায়। সারভাইবার শিশুটি স্থানীয় একটি প্রাথমিক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। কিশোর ধর্ষক রিয়াজকে প্রধান আসামি করে শুক্রবার (১৩ নভেম্বর) গলাচিপা থানায় মামলা দায়ের করেছেন সারভাইবার শিশুর মা। এখনও কোন আসামি গ্রেপ্তার নেই।
গলাচিপা থানায় দায়ের হওয়া মামলার বিবরণ থেকে জানা যায়, প্রাইভেট পড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফিরছিল। পথে রিয়াজ, তরিকুল ও জিহাদ মুখ চেপে শিশুকে পুকুর পাড়ের জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে রিয়াজ। শিশুটির চিৎকারে তার মা ও প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছলে অন্যরা ধর্ষণ করতে ব্যর্থ হয় ও আসামিরা পালিয়ে যায়।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, সারভাইবার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।