মৃত্যুর একদিন আগে নিজের ইন্সটাগ্রামে একটি পোস্ট সিডিউল করে রেখেছিলেন মার্কিন তরুণী ইউশেভেদ গৌরারি
মনোবিজ্ঞান ও নিউরোসাইন্সে স্নাতক করা ২৪ বছরের মেয়েটির আত্মহত্যার জন্য কী দায়ী হতে পারে? ছোটবেলা থেকে অ্যানোরক্সিয়া নার্ভোসায় আক্রান্ত ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের হাডসন ইয়ার্ডসের ভেসেল থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন ২৪ বছরের মার্কিন তরুণী ইউশেভেদ গৌরারি। মৃত্যুর একদিন আগে নিজের ইন্সটাগ্রামে একটি পোস্ট সিডিউল করে রেখেছিলেন মার্কিন তরুণী ইউশেভেদ গৌরারি। তার আত্মহত্যার ঠিক পরেরদিন এই হৃদয়বিদারক পোস্টটি তার ফলোয়ার ও ভক্তদের কাঁদায়।
শনিবার (২৬ ডিসেম্বর, ২০২০) ইউশেভেদ গৌরারির ক্রাউন হাইটসের বাড়ির ভেতর থেকে ধর্মীয় গানের আওয়াজ ভেসে আসছিল। প্রিয়জনেরা তার আত্মার মুক্তির জন্য প্রার্থনা করতে জড়ো হয়েছিল। তবে তরুণীর পরিবারের সদস্যরা সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।
ইন্সটাগ্রামের ওই পোস্টে ইউশেভেদ গৌরারি লিখেন, ‘যদি এটি আপনি পড়ছেন তবে আমি চলে গেছি,’ ‘আমার যে আর কোন কষ্ট হয় না আশা করি তা জেনে আপনি কিছুটা সান্ত্বনা পাবেন’,
গত মঙ্গলবার ক্রাউন হাইটসের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভেসেলের একটি টিকিট কিনেছিলেন তিনি। সেখানে কেউ তার আত্মহত্যার উদ্দেশ্যের কথা জানতে পারেনি। এরপর তিনি ভেসেল কাঠামোর সর্বোচ্চ স্তরে উঠে লাফিয়ে পড়েছেন বলে পুলিশ জানিয়েছে। ৯১১ এর কলে সাড়া দিয়ে পুলিশ সেখানে পৌঁছে ইউশেভেদ গৌরারিকে মৃত উদ্ধার করে।
তার ঠিক পরের দিন তার ইন্সটাগ্রামের শিডিউল করে রাখা পোস্টটি প্রকাশিত হয়। মানুষের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা, হতাশা এবং উদ্দীপনা নানা কথায় এটি ছিল আধুনিক সময়ের সুইসাইড নোট। েয ছিল অত্যন্ত হৃদয় বিদারক।
তিনি লিখেন, আমি কেন চলে গেলাম তার কারণে যাওয়ার প্রয়োজন নেই। তবে ত্রিশের বেশি কারণ আছে। আমি চাই আমার পিতামাতা মৃত্যুর পরই পোস্টটির কথা জানুক। তাদেরও আমি একটি নোট পাঠিয়েছি। এখনই তা প্রকাশ করছি না।
ইউশেভেদ গৌরারি লিখেন, ‘আমি এই পৃথিবীতে আমার শেষ চিহ্নটি রেখে যেতে চাই।’
উপসংহারে ইউশেভেদ গৌরারি লিখেন, ‘আপনারা কেউ ভাববেন না এটিকে না ঘটাতে আপনাদের কিু করার ছিল। আপনারা সবাই অনেক চেষ্টা করেছেন এবং এর জন্য আমি চির কৃতজ্ঞ। আমি আশা করি যে আমার যে আর কোন বেদনা হয় না তা জেনে আপনি কিছুটা সান্ত্বনা পেতে পারেন।
সবশেষের লাইনটি ছিল —আমি তোমাদের ভালোবাসি
ইউশেভেদ গৌরারি সিএনইওয়ির ম্যাকোলে কলেজ থেকে মনোবিজ্ঞান এবং নিউরোসায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। মৃত্যুর এক সপ্তাহ আগে, একটি বৈদ্যুতিক পিয়ানো বাজিয়ে নিজেকে ‘মুন রিভার’ গানের একটি হৃদয়বিদারক ক্লিপ পোস্ট করেছিলেন।
আমার মনে হচ্ছিল আমি জাহান্নামে আটকে আছি। আমি সেখান থেকে মুক্ত হতে চাইছিলাম
এর আগে ইনস্টাগ্রাম পোস্টে ইউশেভেদ গৌরারি জানান, তিনি মানসিক অসুস্থতার সাথে লড়াই করছিলেন। তিনি লিখেন, ‘আমি কয়েক বছর ধরে আমার সত্যকে বিশ্ব থেকে লুকিয়ে রেখেছি, কয়েকজন পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবই জানে। আমার মনে হচ্ছিল আমি জাহান্নামে আটকে আছি। আমি সেখান থেকে মুক্ত হতে চাইছিলাম।
তার আগের ইন্সটাগ্রাম পোস্টে তিনি লিখেন, ‘অ্যানোরেক্সিয়া আমাকে জর্জরিত করে চলেছে। আমি বন্ধুবান্ধব এবং পরিবারের একটি অবিশ্বাস্য সমর্থনের ভেতরে আছি। তবুও না খাওয়ার ব্যধি অনোরিক্সিয়া যাদের নেই তারা ভাগ্যবান।
ইউশেভেদ গৌরারির ইন্সটাগ্রাম পোস্ট থেকে জানা যায়, ‘১২ বছর বয়স থেকে আমি অ্যানোরেক্সিয়া নার্ভোসার সাথে লড়াই করেছি। ১৭ বছর বয়সে চিকিৎসার মধ্যে থেকেছি। তিনি ওই পোস্টে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুড ডিজঅর্ডার অ্যাসোসিয়েশনের প্রশংসা করেনে।
অ্যানোরক্সিয়া নার্ভোসা একটি খাদ্যাভ্যাসজনিত মানসিক রোগ
উল্লেখ্য, অ্যানোরক্সিয়া নার্ভোসা একটি খাদ্যাভ্যাসজনিত মানসিক রোগ। ওজন কম হওয়া সত্ত্বেও ওজন কমানোর জন্য খাবারে অনীহা দেখানো, খাবার খাওয়ার পর সেটি বমি করে ফেলে দেওয়ার প্রবণতা রোগীর অভ্যাসে পরিণত হয়। তাদের মানুষের শরীর ও ওজন সম্পর্কে বিকৃত ধারণা থাকে। অনেকেই শৈশব থেকেই এমন রোগে আক্রান্ত হয়। অ্যানোরক্সিয়া নার্ভোসা রোগীদের সবকিছুতে পারফেকশনিস্ট হওয়ার একটি প্রবণতা থাকে। তারা খাবারের ক্যলরি হিসেব করে খায়।