ভবিষ্যতের জন্য যুব দক্ষতার রূপান্তর’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষ্যে নারীদের আত্মরক্ষার দক্ষতা বৃদ্ধির জন্য উইমেনস হ্যাভেন ফর হিউম্যানিটি সংস্থার সহযোগিতায় স্বপ্ন ইয়ুথ ডেভেলপমেন্ট অরগানাইজেশান আয়োজন করে মেয়েদের জন্যে প্রাথমিক আত্মরক্ষা বিষয়ক প্রশিক্ষণ প্রোগ্রাম “আপোষ নয়, আত্নরক্ষা”।
১৫ই জুলাই, ২০২২ এ বগুড়ার শেরপুর এ উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১২ থেকে ২৫ বছর বয়সী প্রায় ৩০ জন তরুণীকে নিয়ে আয়োজিত হয় প্রশিক্ষণটি। প্রশিক্ষক হিসেবে ছিলেন অ্যাডভোকেট হালিমা খাতুন, সহকারি প্রশিক্ষক, ব্লাকবেল্ট প্রথম ড্যান, বাংলাদেশ শেশিনকাই সিতো-রিউ কারাতে-দো এসোসিয়েশন।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার বিজয় চন্দ্র দাস, কারাতে প্রশিক্ষক আমিনুল ইসলাম, স্বপ্ন ইয়ুথ ডেভেলপমেন্ট অরগানাইজেশান এর উপদেষ্টা পরিষদের সভাপতি শাহনাজ পারভীন, সংস্থাটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মাসুমা মরিয়ম এবং স্বেচ্ছাসেবক আমিনা মুমতারিন শ্রেয়া।
তরুণীরা আগ্রহ নিয়ে কারাতের প্রাথমিক প্রশিক্ষণ গ্রহণ করে। উপজেলা যুব উন্নয়ন অফিসার মেয়েদের নিজেদের আত্মরক্ষার জন্যে এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং উপদেষ্টা পরিষদের সভাপতি শাহনাজ পারভীন বলেন, নারীরা এখনো অনেক দিক থেকে এখনো পিছিয়ে তাই মেয়েদের নিজেদের আত্মরক্ষার জন্যে কারাতে প্রশিক্ষণ জরুরি।
স্বপ্ন ইয়ুথ ডেভেলপমেন্ট অরগানাইজেশান ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে বগুড়ার শেরপুর এর তরুণদের নিয়ে কাজ করে আসছে। বর্তমানে অরগানাইজেশানটি দেশে ও দেশের বাইরের তরুণদের জন্যেও কাজ করছে।