শিশুদের অধিকার নিয়ে বই প্রকাশের জন্য নোবেল বিজয়ী পাকিস্তানের শিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাই তার ইনস্টাগ্রাম হ্যান্ডলে হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সাথে নিজের একটি ছবি পোস্ট করে প্রশংসা করেছেন অ্যাঞ্জেলিনা জোলির।
মালালা বইটির লেখনির প্রশংসা করে বলেন, ‘শিশুদেরকে তাদের নিজের জীবনে ও সারা বিশ্বে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রয়োজনীয় জ্ঞান দেওয়ার জন্য একটি বই। মালালা বলেন, `শিশুরা বিশ্বের জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ। প্রাপ্তবয়স্কদের মতো শিশুদেরও অধিকার আছে।
‘আমি আমার বন্ধু অ্যাঞ্জেলিনা জোলি এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে অভিনন্দন জানাচ্ছি।
মালালা বলেন, ‘যেসব শিশু ও তরুণরা এটি পড়ছে তাদের বলছি, আপনার অধিকার আছে যে কোন প্রাপ্তবয়স্কের সমান সমান। কারও অধিকার নেই আপনার ক্ষতি করার, আপনাকে নীরব করার, আপনাকে অন্যকিছু ভাবতে বা বিশ্বাস করতে।
নোবেল বিজয়ী টুইটারে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, জোলি সরকার- শিক্ষক- অভিভাবকদের আক্রমণের শিকার শিশুদের কথা বলে, যারা তাদের রক্ষা করতে ব্যর্থ হয়।
হলিউড অভিনেতা জোলি ভিডিওতে ব্যাখ্যা করেছেন, ‘এটি কেবল এমন নয় যে শিশুদের তাদের অধিকার সম্পর্কে জানা দরকার, বা মানুষকে তাদের অধিকার সম্পর্কে জানানো দরকার। এটা আমরা জানি। আমরা জানি যে একটি শিশুর জন্য ন্যায্য ও স্বাস্থ্যকর কি। শিশুদের চুপ করানোর অভিপ্রায় আছে। শিশুদের নিয়ন্ত্রণ করার উদ্দেশ্য আছে, চোখ বন্ধ করানোর এবং অন্যদের ক্ষতি করানোর সুযোগ রয়েছে। সুতরাং নিজের অধিকারকে শুধু প্রশংসা করা এবং ভালোবাসা চাওয়া সুন্দর জিনিস নয়। এটাও বোঝার বিষয় যে এটি একটি লড়াই। এবং শিশুরা দীর্ঘদিন ধরে আক্রমণের মধ্যে আছে।
ইউসুফজাই ও জোলি দুজনই আফগানিস্তানে তালেবানরা দখল নেওয়ার পর আফগান জনগণ, বিশেষ করে শিশুরা যে সংকটের মুখোমুখি হচ্ছে তা তুলে ধরতে সোশ্যাল মিডিয়ায় দ্বিগুণভাবে উপস্থিত হচ্ছেন। আফগানিস্তানের এক কিশোরীর কাছ থেকে প্রাপ্ত চিঠি শেয়ার করতে জোলি ইনস্টাগ্রামে হ্যান্ডলে লেখেন, যারা সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করার এবং স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করার ক্ষমতা হারিয়ে ফেলছে তাদের জন্য কথা বলতে। মালালা ইউসুফজাই আফগান নারী, শিশু ও সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।