সারাবিশ্বে যখন চাকরির বাজারে নারীর অবস্থা দুর্বল এমন সময়ে বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিওটিওর প্রধান হলেন কৃষ্ণাঙ্গ নারী এনগজি ওকাঞ্জো-আইউয়েলা। এই প্রথম কোন নারী এমন পদ পেলেন এবং তিনি একজন আফ্রিকান। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা ডাব্লিউটিওর শীর্ষ পদে বসলেন ৬৬ বছরের এ নারী। ডাব্লিউটিও বিশ্বের ১৬৪টি দেশের মধ্যে বাণিজ্যের নিয়ম তৈরি করে। ফলে এই সংস্থার প্রধানের গুরুত্ব খুবই বেশি। সেই পদে বসলেন নাইজেরিয়ার এনগজি ওকাঞ্জো-আইউয়েলা।
তাঁর পূর্বসুরি রবের্টো অ্যাজেভেডো গত ৩১ অগাস্ট পদত্যাগ করেছেন। তিনি আরো এক বছর পদে থাকতে পারতেন। কিন্তু তিনি একটি বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন এবং পদ ছেড়ে দিয়েছেন।
নবনির্বাচিত নারী প্রধান ওকান্জো রয়টার্সকে বলেছেন, ‘করোনার ফলে অর্থনীতিতে যে ধাক্কা লেগেছে সেটি কাটিয়ে তোলাই হবে তাঁর সব চেয়ে বড় চ্যালেঞ্জ। বিশ্বের অর্থনীতি যাতে চাঙ্গা হয়, তার জন্য তিনি কাজ করবেন। তিনি বলেছেন, প্রতিটি দেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে। তবে একসঙ্গে কাজ করলে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করা সম্ভব।’
Happening this week: WTO members are holding another cluster of meetings to negotiate a #FisheriesSubsidies agreement, which is among the immediate priorities of Dr Ngozi, the next WTO Director-General as stated in yesterday's press conference. More: https://t.co/keJ4UMRlGf pic.twitter.com/GwaRrtQCEQ
— WTO (@wto) February 16, 2021
জাতিসংঘ বলছে, ‘বিশ্বে চাকরির বাজারে নারীদের অবস্থান বেশ নাজুক৷ করোনা সংকটের কারণে সেই পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। বিশ্বব্যাপী চাকরিক্ষেত্রে নারী অধিকার বাস্তবায়নের প্রক্রিয়া চলছে ধীর গতিতে।’
এনগজি ২৫ বছর ওয়ার্ল্ড ব্যাঙ্কে ছিলেন। তিনি নাইজেরিয়ার সাবেক অর্থ ও পররাষ্ট্র মন্ত্রী। তিনি সবসময় গরিব দেশগুলির অর্থনীতিকে শক্তিশালী করার কথা বলেছেন এবং সেই লক্ষ্যে কাজ করেছেন। তিনি ওয়ার্ল্ড ব্যাঙ্কের শীর্ষপদেও বসার চেষ্টা করেছিলেন। কিন্তু মার্কিন প্রতিনিধি জিম ইয়ং কিমের কাছে হেরে যান।
ইইউর তরফ থেকে তাঁর নিয়োগকে স্বাগত জানিয়ে বলা হয়েছে, তিনি ডাব্লিউিওর জন্য জরুরি সংস্কার করবেন। অ্যামেরিকা জানিয়েছে, তারা গঠনমূলক কাজে সবসময় নতুন প্রধানের পাশে থাকবে। নাইজেরিয়ার প্রেসিডেন্ট তার উচ্ছ্বসিত প্রশংসা করে বলেছেন, তাঁর আশা, নতুন দায়িত্বে তিনি সফল হবেন।