‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ পেয়েছেন নাটোরের সিংড়ার ডা. ফারজানা রহমান। তিনি দীপাশা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দীপ মেডিকেলের পরিচালক। নাটোরের সিংড়ায় প্রথম তিনিই জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড পেয়েছেন।
গেল মঙ্গলবার এক ভার্চুয়াল সভায় আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়।
করোনাকালিন সময়ে ইপি, মাস্ক বিতরণ ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা অব্যহত রাখেন।
এছাড়া দীপাশা ফাউন্ডেশন এবং ব্যক্তিগত ভাবে শীতার্থদের কম্বল বিতরণ, কৃতি শিক্ষার্থীর পড়ালেখার খরচ সহ বিভিন্ন মানবিক কাজে সহযোগিতা করেছেন।
ডা. ফারজানা রহমান বলেন, ‘জয় বাংলা অ্যাওয়ার্ড আমার কাজের পরিধি আরো বাড়িয়ে দিবে। মানবতার কল্যাণে নিজেকে সবসময় নিয়োজিত রাখতে চাই।’
তিনি এ কাজে উৎসাহ দেয়ার জন্য তাঁর বাবা, মা, স্বামী এবং পরিবারের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।
র এ সম্মাননা লাভ করায় সিংড়া মডেল প্রেসক্লাব, অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদ সহ বিভিন্ন ব্যক্তি তাঁকে অভিনন্দন জানিয়েছে।
প্রসঙ্গত, এ বছর প্রথম পর্বে সামাজিক অন্তর্ভুক্তি ক্যাটাগরিতে ১৬টি যুব সংগঠন এবং দ্বিতীয় পর্বে সমন্বিত সামাজিক উন্নয়ন ক্যাটাগরিতে ১৪টি যুব সংগঠন পেয়েছে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’।