বিভিন্ন ধর্মে পুরুষের বহু বিবাহকে স্বীকৃতি দেয়। এ কারণেই বিভিন্ন দেশে পুরুষের একাধিক বিয়ে বৈধ। মুসলিম ধর্ম অনুসারেও পুরুষের চারটি পর্যন্ত বিয়ের অনুমতি আছে। পাকিস্তান আফগানিস্তানসহ বিভিন্ দেশে বহু বিবাহের চর্চা আছে। তবে তালিবানরা এবার পুরুষের একাধিক বিয়ের রাশ টানতে চায়।
একাধিক বিয়ে করতে গিয়ে তালিবান নেতারা অনেক অর্থের অপচয় করছেন ফলে নেতা ও কমান্ডারদের অপ্রয়োজনীয় বহুবিবাহ এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে সংগঠনটির শীর্ষ নেতা মোল্লা হাইবাতুল্লাহ
কারণ একাধিক বিয়ে করতে গিয়ে তালিবান নেতারা অনেক অর্থের অপচয় করছেন ফলে নেতা ও কমান্ডারদের অপ্রয়োজনীয় বহুবিবাহ এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে সংগঠনটির শীর্ষ নেতা মোল্লা হাইবাতুল্লাহ। আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসির তালিবান সূত্র এমন তথ্য দিয়েছে বলে জানাচ্ছে সংবাদ মাধ্যমটি।
বিবিসি বলছে, এ বিষয়ে সম্প্রতি একটি ফরমান জারি করেছেন তালিবান প্রধান। এতে বলা হয়েছে, দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ বিয়েকে পুরোপুরি নিষিদ্ধ না করে বিয়ের উৎসবে অর্থ অপচয় করায় প্রতিপক্ষ গোষ্ঠীরা সমালোচনার সুযোগ পাচ্ছে।
মোল্লা হাইবাতুল্লাহ বিবিসিকে বলেন, ‘সব নেতা ও কমান্ডাররা যদি বহুগামিতা এড়িয়ে চলেন, তাহলে হয়তো তাদের দুর্নীতিতে জড়ানোর দরকার হবে না।’
তিনি বলেন, অবশ্য কিছু ক্ষেত্রে নেতা-কর্মীদের বহুবিবাহে ছাড় দিচ্ছে তালেবান। ওই ফরমানে বলা হয়েছে, যেসব পুরুষের ঘরে সন্তান নেই বা আগের যেকোনও বৈবাহিক সম্পর্ক থেকে ছেলে সন্তান নেই, যারা বিধবাকে বিয়ে করছেন, কিংবা যাদের একাধিক স্ত্রীর ভরণপোষণ দেয়ার ক্ষমতা রয়েছে- তারা বহুবিবাহ করতে পারবে।
তবে এখন থেকে বহুবিবাহের জন্য অনুমতি নিতে হবে তালিবান নেতাদের। এ ফরমানটি ইতোমধ্যে আফগানিস্তান-পাকিস্তানে সংগঠনের সবস্তরেই জানিয়ে দেয়া হয়েছে।
তালিবানদের মধ্যে নিম্নসারির তুলনায় উচ্চস্তরের নেতাদের মধ্যেই বহুবিবাহের প্রবণতা বেশি, বেশিরভাগ জ্যেষ্ঠ নেতাই একাধিক বিয়ে করেছেন
যদিও তালিবানদের মধ্যে নিম্নসারির তুলনায় উচ্চস্তরের নেতাদের মধ্যেই বহুবিবাহের প্রবণতা বেশি । বেশিরভাগ জ্যেষ্ঠ নেতাই একাধিক বিয়ে করেছেন।
আফগানিস্তানে তালেবানের প্রতিষ্ঠাতা মৃত মোল্লা মোহাম্মদ ওমর এবং তার উত্তরসূরী মোল্লা আখতার মানসুর দুজনেরই তিনজন করে স্ত্রী ছিলেন। তালেবানের বর্তমান প্রধান মোল্লা হাইবাতুল্লাহও দুটি বিয়ে করেছেন।
আফগান কর্মকর্তারা বহু বছর ধরেই বলছেন, তালেবানের অনেক সদস্য যখন একেবারে দিন আনে দিন খায় অবস্থায় দিন পার করেন, সেখানে বিলাসবহুল জীবনযাপন করছেন ওপর সারির নেতারা। এ কারণে উর্ধ্বতন নেতারা নানা দুর্নীতির আশ্রয় নেন।
অস্ট্রেলিয়ায় বসবাসকারী আফগান সমাজকর্মী রিতা আনওয়ারি সুলতানি বলেন, ইসলাম পুরুষদের একাধিক বিয়ে করার অনুমতি দিলেও সেখানে নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। যেমন- স্ত্রী অসুস্থ থাকলে এবং বাচ্চাদের যত্ন নিতে না পারলে। এমনকি সেখানেও ভারসাম্যপূর্ণ নির্দেশনা রয়েছে।
তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে এখনকার পুরুষেরা শক্তি ও ক্ষমতার জোরে ব্যক্তিগত অভিলাষ পূরণে সব নিয়মকানুন মানে না। কারও একাধিক বিয়ে করা সম্পূর্ণ অনুচিত যদি না তিনি সব স্ত্রীকে ঠিকভাবে আর্থিক, শারীরিক ও মানসিকভাবে যত্ন নিতে না পারেন।