পরকীয়ার অজুহাত তুলে কুপিয়ে কুপিয়ে সদ্য মা হওয়া স্ত্রীকে খুন করল এক পাষণ্ড স্বামী। পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে কুপিয়ে মেরে নিজেই খুনের সংবাদ দিল ৯৯৯- এ কল করে। পুলিশ এসে গ্রেপ্তার করার আগ পর্যন্ত দম্ভপূর্ণভাবে স্ত্রীর সম্পর্কে কুৎসাও রটাল। এদিকে জখম হওয়া স্ত্রীর প্রাণ গেল হাসপাতালে নেওয়ার পথেই।
পরে ঘটনাস্থলে গিয়ে স্ব-ঘোষিত স্ত্রী ঘাতক মো. আবদুর রহিমকে (৪০) গ্রেপ্তার করে সাতকানিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার ( ১৭ সেপ্টেম্বর ) রাত ৯টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডাক্তার আব্দুল মাবুদের বাড়িতে খুনের ঘটনাটি ঘটে। ঘাতক স্বামী আবদুর রহিম একই এলাকার রঞ্জু মিয়ার ছেলে।
জানা যায়, আবদুর রহিম ৯ বছর আগে সাতকানিয়ার গোয়াজার পাড়ার এলাকার রিনিকে (৩০) প্রেম করে বিয়ে করে। ৯ বছরের দাম্পত্যে তাদের পারিবারিক বিবাদ ছিল। এরমধ্যে রিনি ২ সন্তানের মা হন। বেশিরভাগ সময়ে স্বামী আবদুর স্ত্রী রিনিকে নির্যাতন করত। নিজের স্ত্রীকে প্রায়ই চরিত্র খারাপ ও ইয়াবা খায় বলে উক্তি করত স্বামী আবদুর। বৃহস্পতিবার রাতে পারিবারিক ঝগড়ার জেরে রিনিকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করে আবদুর রহিম।
থানা হেফাজতে থাকা স্ত্রী ঘাতক আবদুর রহিম বলে, ‘আমি পার্বত্য এলাকার রোয়াংছড়ি আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক। আমার স্ত্রী ইয়াবা খেত ও তার চরিত্র খারাপ তাই তাকে খুন করেছি। ’
এ বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) আনোয়ার হোসেন উইম্যান ভয়েস বিডিকে বলেন, স্বামীর উপর্যুপরি কোপে গুরুতরভাবে জখম হয় স্ত্রী রিনি (৩০)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) নেওয়ার পথেই রিনির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
তিনি আরও বলেন, স্বামী আবদুর রহিম নিজেই ফোন করেছে। ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করি। বর্তমানে সে থানা হেফাজতে আছে। নিহতের পরিবার এসে মামলা দায়ের করলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।