শুধুমাত্র নারীর শিক্ষা গ্রহণের অধিকারের জন্য বুক পেতে নিলেন বন্দুকের গুলি। তিনি মালালা ইউসুফজাই। নামটা এখন শুধুমাত্র একটি নারীকে বোঝায় না। নারীর শক্তিকে বোঝায়। ২২ বছরের এই তরুণী নারীর শক্তির নতুন সংজ্ঞা তৈরি করে দিয়েছেন।
সেই শক্তির জীবনকাহিনী নিয়ে ছবি ‘গুল মাকাই’ মুক্তি পাবে এ বছরেই। এখানে শুধু তার নোবেল পাওয়ার গল্প নয়।এখানে থাকবে কীভাবে চরম প্রতিকূলতায় থেকে দুনিয়ার সামনে একটা উদাহরণ তৈরি করা যায় সেই গল্পই দেখাবেন পরিচালক আমজাদ খান।
পাকিস্তানের সোয়াট এলাকার স্থানীয় তালিবানদের বন্দুকের নলের সামনে মালালা রুখে দাঁড়িয়েছিলেন শুধুমাত্র নারীশিক্ষার প্রচলনের জন্য। আর এই কাজের জন্য তালিবানরা তাঁর মুখে ও গলায় তিনটে গুলি বিঁধিয়ে শান্তি পেয়েছিল। তারপরও মালালার লড়াই ঝিমিয়ে যায়নি। মেয়েদের জন্য শিক্ষা এনেছিলেন তিনি। আর আজ সময় এসে গেছে তাঁর জীবনকাহিনী সেলুলয়েডে তুলে ধরার। সেই কাজটাই করলেন সঞ্জয় সিংগলা। ছবিটি মুক্তি পাবে ২০২০ এর ৩১ জানুয়ারি। অভিনয়ে দেখা যাবে টেলি তারকা রিম শেখকে। এছাড়াও স্ক্রিন মাতানোর জন্য দূধর্ষ কিছু অভিনেতা যেমন দিব্যা দত্ত, পঙ্কজ ত্রিপাঠী, অতুল কুলকার্নি, মুকেশ ঋষিরা থাকছেন। রাষ্ট্রসংঘের ঘোষণা অনুযায়ী মালালা এই দশকের জনপ্রিয়তম তরুণী। তাঁর গল্প যাঁরা জানেন না তাঁরা আশা করি এই ছবিটি মিস করবেন না।
ডব্লিইভি/