কক্সবাজারে ভূমি বিরোধে অপরপক্ষের আক্রমণে মা-মেয়ের নির্মম মৃত্যু হয়েছে। নিহত নারীরা হলেন রাশেদা বেগম (৩২) ও জান্নাতুল ফেরদৌস (১৩)। অভিযুক্ত এখনও গ্রেপ্তার হয়নি। নিহতদের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনাটি ঘটেছে কক্সবাজার সদরের ইসলামাবাদের চরপাড়ায়। মঙ্গলবার (১৯ জানুয়ারি, ২০২১) রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। এলাকাবাসীরা বলছেন জমির বিরোধ নিরসনে চেয়ারম্যান মেম্বাররা এগিয়ে এলে এ খুনে বিবাদটি মিটে যেত।
ঘটনা সূত্রে জানা যায়, বাড়ির সীমানা ও দুই পরিবারের চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধ তাদের। এক পরিবারের সেটি রাস্তা ও ওই রাস্তায় তাদের সুখাধিকার আছে। অন্য পরিবারের দাবি সেটি তাদের বাড়ির সীমানা। টমটম চালক আবুল কালাম ও বাবুর্চি আজিজুল হকের বাড়ি পাশাপাশি। টমটম চালক কালাম নিজের সীমানা ঘেরাও করতে চান ও অন্যদিকে আজিজুল হক সেখানে চলাফেরার সুখাধিকার দাবি করেন। সেই থেকে তাদের বিবাদ চরমে ঠেকে যায়। মঙ্গলবার বিকেলে ঘেরাও দিতে গেলে আবার ঝগড়া বাঁধে। এমন সময় আচমকাই আবুল কালাম আজিজুল হক বাবুর্চির স্ত্রী ও কন্যাকে ধারালো কিরিচ দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই মৃত্যু হয়ে যায় রাশেদা বেগমের। মেয়ে জন্নাতুল ফেরদৌসকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে অভিযুক্তরা পালিয়ে যায়। পুলিশ সেখান থেকে খুনে ব্যবহার হওয়া কিরিচটি উদ্ধার করে।
আবুল কালামকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।