ক্লিভেজ দেখানো পোশাকের জন্য নির্দয়ভাবে ট্রল ও গালির শিকার হলেন বলিউড পাড়ার শাহরুখ খান ও গৌরি খানের মেয়ে সোহানা খান। এর আগেও বিকিনি পরা পোশাকের জন্য সমালোচনার শিকার হয়েছিলেন সোহানা।
ভারতের নারী বিষয়ক সংবাদমাধ্যম উইম্যানসইরা বলছে, সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম হ্যন্ডলে একটি ছবি প্রকাশ করেছিলেন সোহানা। ওই ছবিতে তিনি হাস্যোজ্জ্বল থাকলেও নেটিভরা হাসির প্রশংসার বদলে তার বুকের উন্মুক্ত ত্বকটিকেই লক্ষ্য করে। ‘অতিরিক্ত চামড়া প্রদর্শন নারীর জন্য নিষেধ’ এ জাতীয় উপদেশ ছাড়াও নোংরা গালিতেও ভরে যায় ছবির মন্তব্য বিভাগটি।
ওই ছবিতে এক ব্যবহারকারী মন্তব্য করেন, দাঁত মাত দিখাও মে ডেন্টিস্ট নেহি ( দাঁত দেখাবেন না আমি ডেন্টিস্ট নই।
কয়েকজন ব্যবহারকারী মন্তব্য করেন, তুমি শাহরুখের মেয়ে। ভদ্র পোশাক পর। মুসলিম নারীর ভদ্র পোশাক পরা উচিত।
সংবাদ মাধ্যমটি (উইম্যানসইরা) বলছে, শাহরুখ কন্যা সোহানা বারবারই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছে ‘নেতিবাচকভাবে’ সমালোচিত হয়েছেন পোশাকের কারণে। স্টার কিড ( তারকার সন্তান) হলেও নেতিবাচক সমালোচনা যেন তার পিছু ছাড়ছে না।
উল্লেখ্য, এটি সোশ্যাল মিডিয়ার যুগ। নারী পুরুষ সবাই অন্যের মনোযোগ কাড়তে চান। কেউ লিখে, কেউ গান করে, কেউবা কবিতা পড়ে। তবে কেউ কেউ অন্যের মনোযোগ কাড়েন অন্যদের গালিগালাজ করে। তারকা জগতের মানুষরা সবচেয়ে বেশি গালি ও এবিউজিং শব্দমালার শিকার হন৷ তারমধ্যে সবচেয়ে বেশি হয়রানির শিকার হন নারীরা।