বিয়ের আগে প্রেমের সম্পর্ক ছিল। সে জেরে কিছু আপত্তিকর ছবিও ধারণ রেখেছিল যুবকটি। মেয়েটির অন্যত্র বিয়ে হলে ছবিগুলো ছড়িয়ে দেয় ওই যুবক।
স্বামীর দেওয়া অভিযোগের ভিত্তিতে শওকত হোসাইন (২৬) নামে এক যুবককে আটক করেছে চট্টগ্রামের নগর গোয়েন্দা পুলিশ। সোমবার (২০ জুলাই) রাতে গ্রেপ্তার হয় অভিযুক্ত শওকত।
পুলিশ জানিয়েছে, বিয়ের আগের প্রেমের সম্পর্কে থাকার সময়ে ওই নারীর কিছু আপত্তিকর ছবি মোবাইল ফোনে ধারণ করে রাখে শওকত। এরপর প্রেমিকার অন্যত্র বিয়ে হলে ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটায় সে।
নগর গোয়েন্দা পুলিশের এডিসি (উত্তর জোন) আসিফ মহীউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভুক্তভোগী স্বামীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে খুলশী থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এফএ/এসএস