মার্কিন সংগীতে আবারও একক আধিপত্য প্রতিষ্ঠা করলেন পপ তারকা হিসেবে খ্যাত টেইলর সুইফট। পুরনো অ্যালবামের গান নতুন করে রেকর্ড করেই আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে ৬টি পুরস্কার জিতে নিয়েছেন টেইলর সুইফট। অ্যালবাম ‘রেড’ ও ‘অল টু ওয়েল’এর জন্য তিনি এসব পুরষ্কার পান।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে অনুষ্ঠিত হয়েছিলল আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। যদিও এমন পুরষ্কার তার জন্যে নতুন নয়। এ ৬টিসহ টেইলর সুইফটের আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস পুরস্কারের সংখ্যা দাঁড়ালো চল্লিশে, যা এই পুরস্কারের ইতিহাসে সর্বোচ্চ। ২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রথম ছয় অ্যালবামের ১০৮টি গান নতুন করে রেকর্ড করেছিলেন তিনি। কয়েকবছর আগে টেইলর যখন এমন পুরনো গান রেকর্ড করার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন তাকে নিয়ে সমালোচনা হয়েছিল যে তিনি কপিরাইট হারানোর ভয়ে এমনটা করেছেন। একশোর বেশি পুরনো গানকে আবার রেকর্ড করা খরচের দিক থেকেও ঝুঁকিপূর্ণ ছিল। যদিও টেইলর সেসবে কান দেননি।
টেইলরকে শুধু মর্কিনি তারকা বললে চলে না। পুরো বিশ্বেই তার জনপ্রিয়তা। এদেশেও টেইলরের ভক্ত নেহাত কম নয়। গলায় তোলার আগে গানের কথা নিজেই লেখেন টেইলর। মূলত ডিসকোগ্রাফি ধারায় গাইতেন তিনি। এ কারণেই তার খ্যাতি পপ তারকা হিসেবে। ফিয়ারলেস, স্পিক নাউ, রেড, লাভস্টোরি , অ্যান্টি হিরো, মাইনসহ অনেক গানের অ্যালবাম প্রকাশ করেছেন সুইফট।