রাতে বাকবিতন্ডা হয়েছিল স্বামী স্ত্রীর। সকালে গামছা প্যচানো গলায় ঝুলে আছে স্ত্রীর নিথর দেহ। ঘটনার পর থেকে স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চট্টগ্রামের লোহাগাড়ায় গলায় গামছা প্যাচানো অবস্থায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে নারীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) উপজেলার পদুয়া ইউনিয়নের ডোয়ার আলী সিকদার পাড়া থেকে নারীর লাশটি উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম খুরশিদা বেগম। তিনি একই এলাকার জাফর আহমদের স্ত্রী।
পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন বলেন, গৃহবধূর লাশ উদ্ধারের বিষয়টি জানার পর আমি স্থানীয় ইউপি সদস্যকে পাঠিয়েছি।
নিহত নারীর স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। সকালে যে যার কাজে চলে যায়। পরে খুরশিদা বেগমকে গলায় গামছা প্যাচানো অবস্থায় দেখতে পেয়ে বাড়ির লোকজন পুলিশকে খবর দেয়।
লোহাগাড়া থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। গৃহবধূর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।