প্রায় ৫ বছরের বিচার প্রক্রিয়ার পর চট্টগ্রামের একটি শিশু ধর্ষণ মামলায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৭। যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হওয়া আসামির নাম মো. রুবেল (২৮)। সে চট্টগ্রামের ভূজপুর উপজেলার পাগলিছড়ি এলাকার মো.আবু তালেবের ছেলে।
রোববার (১৭ জানুয়ারি) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৭ এর বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) মুন্সী আব্দুল মজিদের আদালত এ রায় ঘোষণা করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ৭-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার আরিফুল আলম বিষয়য়টি নিশ্চিত করেছেন।
মামলার বর্ণণা দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ৭-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার আরিফুল আলম বলেন, ‘২০১৬ সালের ৪ আগস্ট ধর্ষণের ঘটনাটি ঘটেছিল চট্টগ্রামের ভূজপূর উপজেলার পাগলিছড়ির আকাশমনি আমবাগান এলাকায়। ওই বিকেলে সারভাইভার শিশুটি বাড়ি ফিরছিল। সেখান থেকে জোর করে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করে মো. রুবেল। ধর্ষণে বাধা দিলে সারভাইভার ওই শিশুকে বেধড়ক পিটিয়ে জখম করে সে। এরপর ঘটনা কাউকে না জানাতে বলে হুমকিও দিয়েছিল ধর্ষক রুবেল। পরে সারভাইভার শিশুর বাবা ভূজপুর থানায় অভিযোগ দায়ের করলে সেটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় এফআইআর হিসেবে রেকর্ডভুক্ত করা হয়।’
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ৭-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার আরিফুল আলম আরও বলেন, ‘বিচার প্রক্রিয়ায় ১২জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষীদের জেরা করেছেন। মামলার সাক্ষীদের পর্যবেক্ষণ জেরা জবানবন্দি শেষে আসামি মো. রুবেল সন্দেহাতীতভাবে দোষী প্রমাণিত হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৭ এর বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) মুন্সী আব্দুল মজিদের আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।’