চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচনে২০২২, ৩ পদে নারীর জয়
উৎসবের আমেজে অনুষ্ঠিত হয়ে গেল চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২২। ১৯টি পদের মধ্যে এবার ৩ পদে জিতলেন বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের ২ নারী প্রার্থী ও আওয়ামী সমর্থিত সমন্বয় পরিষদের ১জনসহ মোট তিন নারী আইনজীবী । সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, পাঠাগার সম্পাদক এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদকসহ ১০ পদ পেল সমন্বয় অন্যদিকে সিনিয়র সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদকসহ মোট ৮ পদ পেল ঐক্য। এ নির্বাচনের মাধ্যমে ১৯টি পদের মধ্যে ৩টি পদে নারী আইনজীবী অভিষিক্ত হলেন। বৃহস্পতিবার (১০ ফেব্রয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতির মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
আরও দেখুন
পাঁচ পদের ৩পদ পেলেন নারী, দুজন ঐক্যের
চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন ২০২২-এ নারী নির্বাচিত হওয়া তিন পদের মধ্যে সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে ঐক্যের প্রার্থী অ্যাডভোকেট লায়লা নূর ও কার্য নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট বিলকিস আরা মিতু অন্যদিকে সমন্বয়ের অ্যাডভোকেট সেলিনা আকতার কার্য নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। অ্যাডভোকেট লায়লা নূর ২ হাজার ১শ ৫৬ ভোট পেয়েছেন ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট তানজিলা মান্নান জুথি পেয়েছেন ১ হাজার ৯শ ৫৩ভোট। এদিকে কার্যনির্বাহী সদস্যদের মধ্যে ২ হাজার ১শ ৮৪ ভোট পেয়ে বিলকিস আরা মিতু সপ্তম হয়েছেন ও অ্যাডভোকেট সেলিনা আকতার ২ হাজার ৫৪ ভোট পেয়ে দশম স্থানে রয়েছেন। নির্বাচিত তিনজনের মধ্যে দুজনই বিএনপি সমর্থিত ঐক্য পরিষদের প্রার্থী।
অন্যদিকে, চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন ২০২২-এ আওয়ামী সমর্থিত সমন্বয় পরিষদ প্রার্থিতার মনোনয়ন দিয়েছিল তিন নারী আইনজীবীকে। তারা হলেন সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট তানজিলা মান্নান জুথি ও কার্যনির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট সাজেদা বেগম সাজু ও অ্যাডভোকেট সেলিনা আক্তারকে। এরমধ্যে দুই পদে নারী প্রার্থীরা পরাজিত হয়েছেন। তারা হলেন অ্যাডভোকেট তানজিলা মান্নান জুথি ও অ্যাডভোকেট সাজেদা বেগম সাজু। এরমধ্যে তানজিলা মান্নান জুথি দ্বিতীয়বার পরাজিত হলেন ও অ্যাডভোকেট সাজেদা বেগম সাজু তৃতীয়বার।
সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি
চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন ২০২২-এ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাশেম (২০৯৩)। সিনিয়র সহ-সভাপতি পদে বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শফিক উল্লাহ (২২৫৮), সহ-সভাপতি পদে আওয়ামী সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী অ্যাডভোকেট মো. আজিজুদ্দিন হায়দার (২২৬১)। এ তিন পদের একটি উঠেছে বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্যপরিষদের ঘরে বাকি দুটো সমন্বয়ের।
সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদক
চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন ২০২২-এ সমন্বয় পরিষদের প্রার্থী অ্যাডভোকেট আবুল হোসেন মো. জিয়াউদ্দিন সাধারণ সম্পাদক পদে ১হাজার ৯শ ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আবুল হোসেন মো. জিয়াউদ্দিন পরপর তিনবার নির্বাচিত হলেন। অন্যদিকে সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদুর রহমান রিটু ( ২২৪৭)।
সম্পাদকীয় ৪পদ
চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন ২০২২-এ সম্পাদকীয় পদগুলোর মধ্যে সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ব্যতিরেকে বাকি তিনপদই উঠেছে সমন্বয়ের ঘরে। অর্থ-সম্পাদক পদে অ্যাডভোকেট এম সালাউদ্দিন চৌধুরী রিমু (২৬৭৪), পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট মো. জাহিদুল ইসলাম চৌধুরী (২৪০৪) ও তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মো. মেজবাহ উদ্দিন দোয়েল (২৩৭১) নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী পদে নির্বাচিতরা
চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন ২০২২-এ কার্যনির্বাহী সদস্যপদে নির্বাচিতরা হলেন অ্যাডভোকেট মো. তৌহিদুল বারী চৌধুরী (১ম, ঐক্য), অ্যাডভোকেট মো.এ এনএম রোকনুজ্জামান মুন্না (২য়, সমন্বয়), অ্যাডভোকেট মো.খোরশেদ আলম(৩য়, সমন্বয়), অ্যাডভোকেট মো.মোস্তফা করিম(৪র্থ, ঐক্য), অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম(৫ম, ঐক্য), মো. আবদুল্লাহ আল মামুন(৬ষ্ঠ, ঐক্য) অ্যাডভোকেট বিলকিস আরা মিতু (৭ম, ঐক্য), অ্যাডভোকেট আইনুল কামাল(৮ম, ঐক্য), অ্যাডভোকেট শ্যামল চৌধুরী (নবম, সমন্বয়), অ্যাডভোকেট সেলিনা আকতার (১০ম, সমন্বয়)। কার্যনির্বাহী পদে ৪ পদ সমন্বয়ের ঘরে বাকি ৬ পদ পেল ঐক্য।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচনী কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী রেজা জানান, ‘সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।’
উল্লেখ্য, চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন ২০২২-এ কেবল দুটি প্যানেল প্রার্থী দিয়েছে। আওয়ামীপন্থী আইনজীবী সমন্বয় পরিষদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যপরিষদ ৯টি সম্পাদকীয় এবং ১০টি নির্বাহী সদস্যসহ ১৯টি পদের সবকটিতে প্রার্থী দিয়েছে। সমমনা আইনজীবী সংসদ এবং গণতান্ত্রিক আইনজীবী পরিষদ কোন প্রার্থী দেয়নি। সাধারণ সম্পাদক পদে সমন্বয় থেকে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট কিশোর কুমার দাশ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
৪টি সম্পাদকীয় পদ থেকে কেবল সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে দুই প্যানেল থেকে দুজন নারী আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তারা হলেন আইনজীবী ঐক্য পরিষদ থেকে অ্যাডভোকেট লায়লা নূর ও আইনজীবী সমন্বয় পরিষদ থেকে অ্যাডভেকেট তানজিলা মান্নান জুথি। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে দুই প্যানেল থেকে ৩ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তারা হলেন আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সাজেদা বেগম সাজু , সেলিনা আকতার এবং আইনজীবী ঐক্য পরিষদ থেকে বিলকিস আরা মিতু।