চলন্ত বাসে যৌন হয়রানির ঘটনা ঘটল ভারতের কলকাতায়। পার্কস্ট্রিটে আজ শনিবার সকালে চলন্ত বাসের মধ্যে এক তরুণীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। তার অভিযোগের ভিত্তিতে ব্যস্ত রাস্তায় দৌড়ে ওই ব্যক্তিকে ধরে ফেলেন ট্রাফিক সার্জেন্ট। পরে তাকে গ্রেপ্তার এর নিয়ে যায় পুলিশ।
জানা গেছে, ২৮ বছর বয়সী ওই নারী হাওড়ার ত্রিলক্ষনাথ ব্যানার্জি লেনে থাকেন। হাওড়া থেকে সি রুটের একটি বাসে চড়ে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন। বাস থেকে নামার সময় মধ্যবয়স্ক এক ব্যক্তি তাকে যৌন হয়রানি করেন।
আজ সকাল ১০টা নাগাদ বাসটি তখন পার্ক স্ট্রিট ও জওহরলাল নেহরু রোড ক্রসিং-এ ছিল। বাস থেকে নেমে কাঁদতে থাকেন ওই তরুণী। তার কথা শুনে ছুটে গিয়ে ওই ব্যক্তিকে ধরে ফেলে পুলিশ।
অভিযুক্ত জয়চাঁদ মণ্ডলের বয়স ৫৮ বছর। তিনি হুগলির হিন্দমোটরের দেশবন্ধুনগরের বাসিন্দা। পার্কস্ট্রিট থানায় তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করা হয়েছে।