জামালপুরের মেলান্দহে চিরকুট লিখে আত্মহত্যা করা ওই ছাত্রীর স্কুলের সামনে অভিযুক্ত স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন স্কুলটির শিক্ষক ছাত্র ও অভিভাবকেরা। রোববার (১৩ মার্চ, ২০২২) দুপুরে ওই ছাত্রীর বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী, সহকারী প্রধান শিক্ষক খালিদ মুহাম্মদ সাইফুল্লাহ ও কয়েকজন শিক্ষার্থী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী বলেন, স্বপনের কারণে ওই ছাত্রী আত্মহত্যা করেছে। ওই বখাটের কাজই ছিল মেয়েদের উত্ত্যক্ত করা। এখনও বিদ্যালয়ের সামনে তার মতো অনেক বখাটের উৎপাত দেখা যায়। এসব বখাটেদের সবাইকে গ্রেফতার করতে হবে। সেই সঙ্গে স্বপনের সহযোগীদেরও গ্রেফতার করতে হবে। দ্রুত সময়ের মধ্যে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বপনকে ফাঁসিতে ঝোলাতে হবে।
ধর্ষণ ও আত্মহত্যা প্ররোচনায় অভিযুক্ত স্বপন মেলান্দহের সাধুপুর কান্দাপাড়া গ্রামের মো. খোকা মোল্লার ছেলে।
এর আগে, শুক্রবার (১১ মার্চ) এ ঘটনায় মেলান্দহ থানায় মামলা করেছেন স্কুলছাত্রীর বাবা।
‘তামিম আমার সঙ্গে খুব খারাপ কিছু করেছে’
অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত স্বপন বৃহস্পতিবার সকালে ওই ছাত্রীর বান্ধবীদের মাধ্যমে মোবাইল ফোনে কল করে ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সাধুপুর কান্দাপাড়ার একটি বাড়ির কক্ষে দিনভর আটকে রেখে ধর্ষণ করে। বিকালে তাকে ছেড়ে দেয়। বাড়িতে ফিরে ধর্ষণের শিকার ছাত্রী নিজের ঘরে দরজা বন্ধ করে ঘুমিয়ে যায়। সন্ধ্যার দিকে কোনও সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান মা। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।
খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর ওই ছাত্রীর ঘরে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা ছিল, ‘তামিম আমাকে সারাদিন এক রুমে আটকাই রাখছে। তামিম আমাকে খুব ডিস্টার্ব করতো। ও আমাকে বলেছে- ওর সঙ্গে দেখা করলে সে আমার জীবন থেকে চলে যাবে। কিন্তু ও আমার সঙ্গে খুব খারাপ কিছু করেছে, যা বলার মতো না। আমি বেঁচে থাকলে তোমাদের সম্মান শেষ হয়ে যেতো। ভালো থেকো বাবা-মা।’
কীভাবে গ্রেফতার করা হয় ওই স্বপনকে?
জামালপুরে যৌন নির্যাতনের শিকার স্কুলছাত্রীর লিখে যাওয়া চিরকুটের সূত্র ধরে শনিবার (১২ মার্চ) অভিযুক্ত তামিম আহমেদ স্বপনকে (২৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের (র্যাব) সদস্যরা। র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
জামালপুর শহরের র্যাব কার্যালয়ে আয়োজিত প্রেস বিফ্রিংয়ে তিনি বলেন, শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের সদরের অষ্টধর ইউনিয়নের চরশসা এলাকায় অভিযান চালিয়ে তামিমকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে সে ধর্ষণের অভিযোগ স্বীকার করে। পুলিশের মাধ্যমে তাকে আদালতে পাঠানো হয়।
এরআগে, শুক্রবার (১১ মার্চ) এই ঘটনায় মেলান্দহ থানায় মামলা করেছেন ছাত্রীর বাবা।
উইম্যানভয়েসবিডি/কেএল