
করোনা পরিস্থিতিতে বলিউডের হিট ছবির সংখ্যা প্রায় শূন্য। এরইমধ্যে খরা কাটিয়ে গত ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেল ‘গাঙ্গুবাই কাথিয়াওয়ারি’ ছবিটি।
বলিউডের প্রখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বানসালির এই মুভিতে যৌনপল্লী কামাঠিপুরার ‘ম্যাডামজি’ হিসাবে অভিনয় করে এরইমধ্যে দর্শকের মন জয় করেছে আলিয়া ভাট। মুক্তি পাওয়ার প্রথম ৩দিনের মধ্যেই
ছবির কালেকশন দাঁড়িয়েছে ৩৮ কোটি রুপিরও বেশি।
সোমবার ছুটি থাকায় সপ্তাহ শেষে এই আয় ৪০ কোটিতে পৌঁছবে বলে ধারণা করছেন সিনেমা বিশেষজ্ঞরা।
‘গাঙ্গুবাই কাথিয়াওয়ারি’ ছবির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছিল বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে। এই ছবি নিয়ে ভারতীয় গণমাধ্যম
হিন্দুস্তান টাইমসে প্রকাশিত রিভিউতে বলা হয়েছে, আলিয়ার অভিনয় মন জয় করার মতো।
নিখুঁত শব্দচয়ন, উপভাষা, অভিব্যক্তি এবং যেভাবে তিনি রাগ, আনন্দ আর অসহায়ত্বর আবেগকে তুলে ধরেছেন তা সত্যি প্রশংসাযোগ্য। আলিয়ার পর্দায় উপস্থিতি অবাক করার মতো’।
আলিয়া ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন শান্তনু মহেশ্বরী, অজয় দেবগণ, বিজয় রাজ।
উইম্যানভয়েসবিডি/এএ