চুয়াডাঙ্গায় ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে মাসুমা জান্নাত মহিলা মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন মাদ্রাসা সুপার ।পরে ছাত্রীর মায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার(৭ এপ্রিল ২০২২) সকালে ওই মাদ্রাসা সুপারকে গ্রেফতার করা হয়।ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার দামুড়হুদায় দর্শনায়।
গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম মুফতি মো. গোলাম কিবরিয়ার (৬২)। সে দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুরে মৃত হায়দার আলীর ছেলে।
ভুক্তভোগী ছাত্রীর মা জানান, তার মেয়েকে ওই মাদ্রাসার সুপার মুফতি মো. গোলাম কিবরিয়া গত ১০-১১ দিন আগে বিভিন্ন ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। ভয়ে ভুক্তভোগী বিষয়টি পরিবারকে না জানিয়ে তার সহপাঠীদের জানায়। বৃহস্পতিবার সকালে ওই ছাত্রী তার মাকে জানালে অভিযুক্ত ওই মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ওই ছাত্রীর মা মামলা দায়ের করে। পরে পুলিশ মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করে।
দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুর কবির বলেন, ওই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার সকালে মাদ্রাসা থেকে গোলাম কিবরিয়াকে গ্রেফতার করা হয়। ভিকটিমকে সাপোর্ট সেন্টারে নেওয়া হয়েছে।