ধর্ম অনুভূতির আঘাতের অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় দিনাজপুরের কলেজ শিক্ষার্থী দীপ্তি রানী দাসকে জামিন দিয়েছেন হাইকোর্ট। দীপ্তির জামিন চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি এ এস এম আবদুল মবিন ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।
দীপ্তির আইনজীবী মো. শাহিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সে সময়ের কথা উল্লেখ করে অভিযোগ আনা হয়েছে, সে সময় দীপ্তি নাবালিকা ছিলেন এবং তিনি দীর্ঘ সময় কারা হেফাজতে ছিলেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করলেন।’ দীপ্তিকে আইনি সহায়তা দিচ্ছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
দীপ্তির পক্ষে আজ আইনজীবী জেড আই খান পান্না, মো. আনিসুল হাসান ও শাহিনুজ্জামান ভার্চুয়াল শুনানিতে অংশ নেন।ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে ২০২০ সালের ২৮ অক্টোবর দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বাসিন্দা দীপ্তি রানী দাসকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগে বলা হয়, সে ২০২০ সালের ২৭ অক্টোবর অন্যের ফেসবুক পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে একটি মন্তব্য করেছিলেন। দীপ্তির দাবি, তিনি এ ধরনের কোনো মন্তব্য করেননি।