দেখা করার কথা বলে ডেকে এনে তিনবন্ধুসহ নিজের স্ত্রীকে ধর্ষণ করল স্বামী।
দেখা করার কথা বলে ডেকে এনে তিনবন্ধুসহ নিজের স্ত্রীকে ধর্ষণ করল স্বামী। স্ত্রী ছিলেন কুমিল্লায়। তাকে ফোন করে ডেকে নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় আসতে বলে স্বামী মো.খালেক। স্বামীর কথা অনুসারে ওই স্থানে এলে সেখান থেকে তাকে নির্জন এলাকায় নিয়ে গিয়ে নিজের তিন বন্ধুসহ পালাক্রমে ধর্ষণ করে স্ত্রীকে।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা এলাকায়। পরেরদিন বুধবার সারভাইবার নারীর অভিযোগের প্রেক্ষিতে বিশেষ অভিযান চালিয়ে স্বামী মো. খালেককে মেঘ্নাঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে সোনারগাঁ থানা পুলিশ। সে একই জেলার কিশােরগঞ্জ উপজেলার মো. রাজীবের ছেলে।
ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা এলাকায়।
তবে খালেকের তিন বন্ধু পলাতক রয়েছে। তারা হল চান্দিনা থানার তীরচর এলাকার জয়নাল আবেদীনের ছেলে মামুনুর রশিদ খােকন (৪৫), আবুল হাসেমের
ছেলে রুবেল (৩৫), কুমিল্লা দেবীদ্বার থানার নূরমানিকচর এলাকার খলিল মিয়ার ছেলে আল আমিন (৩০)।
সারভাইবার নারীর বরাত দিয়ে সোনারগাঁ পুলিশ জানায়, মো. খালেকের আগের স্ত্রী আছে সারভাইবার নারী তার দ্বিতীয় স্ত্রী। তারা আলাদা বসবাস করতেন। সোমবার স্বামীর ফোন পেয়ে তার সাথে দেখা করতে এসেছিলেন স্ত্রী। নারায়ণগঞ্জ এলাকাটি তিনি চেনেননা। তিনি এসেছিলেন কুমিল্লা থেকে। এখানে এসে স্বামী ও তার বন্ধুদের হাতে ধর্ষণের শিকার হলেন স্ত্রী।
স্ত্রী সোনারগাঁ থানায় মামলা দায়েরের পরেই পুলিশ বিশেষ অভিযান চালিয়ে স্বামী খালেককে হেফাজতে নেয়। তবে অন্য তিন অভিযুক্ত পালিয়ে গেছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘সারভাইবার নারীর অভিযোগ পেয়েই আমরা প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাই। সারভাইবার স্ত্রী মামলা দায়ের করলে খালেককে বুধবার গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করি। আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করলে খালেককে আবার থানা হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করছি। বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।’