ঢাকার মাদারীপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সকাল ১০টার দিকে। মানসিক প্রতিবন্ধী মেয়েটির মা তাকে বাড়ির পাশের পুকুর থেকে কলসিতে করে পানি আনতে বলেন। পুকুরপাড়ে গেলে বজলু হাওলাদার (৪৮) পাউরুটি খাওয়াবে বলে মেয়েটিকে তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। কিছুক্ষণ পর মেয়েটি বাড়িতে ফিরে এসে পরিবারের সবাইকে ঘটনাটি জানায়। সবকিছু শোনার পর ওই দিন দুপুরেই মেয়েটির মা ঢাকার মাদারিপুরের সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন।
তরুণীর মা বাদি হয়ে মাদারীপুরের সদর মডেল থানায় লিখিত অভিযোগ করলেও কাউকে গ্রেফতার করা হয়নি হয়নি। উল্টো থানায় অভিযোগ করায় প্রাণনাশের হুমকি দিচ্ছে প্রভাবশালী একটি মহল। আজ রোববার (৫ সেপ্টেম্বর ২০২১) দুপুরে এই অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।
নির্যাতনের শিকার মেয়ের ভাই বলেন, আমার বোনের নির্যাতনের বিষয়টি থানায় জানিয়েছি বলেই অনেকে আমাদের হুমকি দিচ্ছে। মামলা তুলে নিতে ভয়ভীতি দেখাচ্ছে। মামলা না উঠালে আমাদের মেরে ফেলারও হুমকি দিচ্ছে। আমরা কি বোনের নির্যাতনের বিচার পাব না?
এ ব্যাপারে বজলু হাওলাদারের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার স্ত্রী লিলি বেগম ঘটনা মিথ্যা বলে দাবি করেন। তবে তার স্বামী কোথায় গেছেন, তা তিনি জানেন না বলে জানান।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই থোয়াই ছামং চাক নয়ন বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পরে সেদিনই মামলা রুজু হয়েছে। ঘটনার পর থেকে আসামি গা-ঢাকা দিয়েছে। আসামিকে গ্রেফতার করতে আমি কয়েকবার এলাকায় গিয়েছি, আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলার ব্যাপারে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।