এইচবিওর বহুল আলোচিত সিরিজ ‘ইউফোরিয়া’ অভিনেত্রী সিডনি সুইনি নগ্ন দৃশ্যের জন্য সমালোচনা ও বুলিয়িং এর শিকার হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে । কয়েকমাস আগে টিম ভগ্ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন গল্পের জন্য এটি গুরুত্বপূর্ণ । এবার সেসব সমালোচনার উচিত জবাব দিলেন এই মার্কিন অভিনেত্রী । তিনি বলেছেন , ‘ ইউফোরিয়া দর্শকরাই আমাকে চরিত্রের দৃষ্টিতে না দেখে যৌনতাপূর্ণ দৃষ্টিতে দেখেছেন ।
সিরিজটিতে সিডনি সুইনি অভিনীত নগ্ন দৃশ্যগুলোর স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীকে ট্যাগ করে পোস্ট করেছেন অনেকে। কেউ আবার ট্যাগ করেছেন অভিনেত্রীর পরিবারের সদস্যদের, যা নিয়ে খুবই ত্যক্ত–বিরক্ত তিনি।
সম্প্রতি জিকিউ সাময়িকীতে দেওয়া এক সাক্ষাৎকারে সিডনি সুইনি বলেন, ‘আমার পরিবারকে এসব ট্যাগ করার মানে কী! তারা তো এসব দেখতে চায়নি। এটা পুরোপুরি বাজে ও অন্যায্য একটা ব্যাপার হয়েছে।’ সিরিজে সিডনি সুইনি অভিনীত চরিত্রটিকে স্কুলে কেবলই যৌনতার নিরিখে বিচার করা হয়। বাস্তবে তাঁর ছবির স্ক্রিনশট প্রকাশ করে দর্শকেরা একই কাণ্ড করছেন বলে মনে করেন অভিনেত্রী।
সিরিজটিতে অভিনয়ের পর নেট দুনিয়ায় বিদ্রূপের শিকার হতে হয়েছে সিডনি সুইনিকে। তবে যা–ই হোক, ভবিষ্যতে এ ধরনের দৃশ্যে অভিনয় করা বন্ধ করবেন না তিনি। সিডনি বলেন, ‘এটা তো অদ্ভুত একটা কথা। আমি একজন অভিনয়শিল্পী, যাকে নানা ধরনের চরিত্রে অভিনয় করতে হয়।’ তিনি জানেন, যত ভালোই অভিনয় করেন না কেন মানুষ কেবল তাঁর শরীর নিয়েই বলে। এ জন্য কৈশোর থেকেই চেষ্টা করেছেন এমন কিছু করতে, যাতে মানুষ তাঁর কাজ নিয়েই কেবল কথা বলে। সিডনি বলেন, ‘আমি স্কুলে যত বেশি সম্ভব খেলায় অংশ নিতাম, পড়াশোনায় মনোযোগ দিতাম, যাতে মানুষ ভাবতে না পারে আমি শরীরসর্বস্ব।’
স্যাম লেভিনসন পরিচালিত এইচবিওর জনপ্রিয় ইউফোরিয়া সিরিজটিতে সিডনির চরিত্রের নাম ক্যাসি হাওয়ার্ড ।
সিরিজটিতে আরো অভিনয় করেছেন জেন্ডায়া মাইড এপ্যাটো , অ্যালক্সা ডেমি এবং জ্যাকব এলর্ডি । সিরিজজুড়ে বেশ কয়েকটি টপলেস পোশাকে দেখা গেছে সিডনিকে । এছাড়াও কয়েকটি নগ্ন দৃশ্যে অভিনয় করেছেন তিনি । এ নিয়ে নেট দুনিয়ায় প্রচন্ড বুলিয়িং এর শিকার হতে হয় তাকে ।