দুটি ডিভোর্সের পর তৃতীয় বিয়ে করেছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী ও সুরকার হাবিব ওয়াহিদ। তিনি নিজেই তার ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাস দিয়ে নিজের তৃতীয় বিয়ের খবরটি নিশ্চিত করেছেন। তার এবারের স্ত্রীর ডাক নাম শিফা। পারিবারিক নাম আফসানা চৌধুরী। মঙ্গলবার (১২ জানুয়ারি, ২০২১) হাবিব ওয়াহিদ তার ফেসবুক প্রোফাইল থেকে বিয়ের খবরটি ঘোষণা দিলেন।
সংগীত শিল্পী হাবিব তার ফেসবুকে লিখেন, ‘প্রিয় ভক্তগণ, আমার ব্যক্তিগত জীবনে হঠাৎ ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সম্প্রতি বিয়ে করলাম। বউয়ের নাম আফসানা চৌধুরী (শিফা) আপনারা সবাই জানেন বৈশ্বিক মহামারির কারণে সারা বিশ্ব বর্তমানে খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাই বিয়ের অনুষ্ঠানটি খুব সীমিত রাখা হয়েছে। স্রষ্টা সবার মঙ্গল করুন।’
হাবিবের ওই পোস্টে দুই ঘণ্টায় ১৪ হাজার মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্য করেছেন প্রায় দুই হাজার ফেসবুক ব্যবহারকারী। পোস্টের নিচে তার ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন। অভিনন্দনে ভাসছেন এ গানের দুনিয়ারে এ সেলিব্রেটি। তবে তৃতীয় বিয়ের কারণে কেউ কেউ করেছেন তার সমালোচনাও।
গাজী মিজানুর রহমান নামের এক লেখক তার ওই পোস্টের নিচে মন্তব্য করেন, ‘হাবিব ও হাবিবের তৃতীয় স্ত্রীর জন্য শুভ কামনা! দোয়া করি, এটাই যেন হাবিবের শেষ বিয়ে হয়; আর যেন বিয়ে করা না লাগে।’
আশরাফ সিফাত নামের একজন লিখেছেন, ’এদেশে নারীর বিয়ের সংখ্যা হিসেব রাখা হয়। পুরুষের নয়। আপনি সৌভাগ্যবান কারণ পুরুষ হয়ে জন্মেছেন।’
জানা গেছে হাবিবের তৃতীয় স্ত্রী শিপা শোবিজের সঙ্গে জড়িয়ে আছেন। কাজ করেন মডেল হিসেবে। তিনি ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগের ছাত্রী।
প্রসংগত, পপস্টার ফেরদৌস ওয়াহিদের পুত্র হাবিব ২০০৩ সালে প্রথম বিয়ে করেন লুবায়না নামের একজনকে। প্রেমের সেই বিয়ের সংসারে মনের অমিলের কারণে বিচ্ছেদ ঘটে খুবই অল্প সময়ের ব্যবধানে। এরপর হাবিব ২০১১ সালের ১২ অক্টোবর পারিবারিক পছন্দে বিয়ে করেন চট্টগ্রামের মেয়ে রেহানকে। সে সংসারও ভেঙে যায় ২০১৭ সালের ১৯ জানুয়ারি। ওই সংসারে তার একটি ছেলে রয়েছে।