সামাজিক যোগাযোগের মাধ্যমে ধর্ষণ ও হামলার অভিযোগ ওঠায় ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার ম্যাসন গ্রিনউডকে গ্রেফতার করা হয়েছে। ম্যানচেস্টার পুলিশ বলেছে, শারিরীক সহিংসতার ঘটনা রিপোর্ট করে এক নারী সোশ্যাল মিডিয়ায় ছবি এবং ভিডিও পোস্ট করার পর তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।
এ ঘটনায় ম্যানচেস্টার ইউনাইটেড জানায়, খেলোয়াড় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি অনুশীলন বা ম্যাচে ফিরতে পারবেন না। ক্লাবের বক্তব্য অনুসারে ‘তারা কোন ধরণের সহিংসতাকে প্রশ্রয় দেয় না’ সোশ্যাল মিডিয়াতে অভিযোগ সম্পর্কে অবগত হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। ঘটনার সত্যাসত্যের তথ্য প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আর কোন মন্তব্য করতে চায়না ক্লাবটি।
ওই ঘটনায় গ্রেপ্তার হওয়ার আগে মেসন গ্রিনউড সোশ্যাল মিডিয়ার ওই অভিযোগের কোন জবাবও দেননি।
২০ বছর বয়সী ফুটবলার ম্যাসন গ্রিনউড, যিনি ২০১৯ সালের মার্চ মাসে ক্লাবের হয়ে আত্মপ্রকাশ করেছিলেন। ইউনাইটেড একাডেমির র্যাঙ্কের মাধ্যমে উঠে আসার পরে ২০২১ সালের ফেব্রুয়ারিতে চার বছরের চুক্তিতে স্বাক্ষর করেছিলেন।
বিবিসি অনলাইন