নারীবাদীরা নারী স্বাধীনতার কথা বলে নারীদের উন্মুক্ত করে চলেছে। এ কারণেই ধর্ষকেরা আরও উৎসাহ পাচ্ছে। নারীবাদীদের কারণে ধর্ষণের সংখ্যা বেড়ে যাচ্ছ বলে দাবি করে বগুড়ার সাংসদ রেজাউল করিম বাবলু বলেন, ধর্ষণ রুখতে আমাদের তেঁতুল তত্ত্বই কাজে লাগাতে হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল-২০০০’ পাসের সময় এবং জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব তোলার সময় এমন বিস্ফোরক অভিযোগ তুলে বক্তব্য দেন বগুড়া-৭ আসনের এমপি বাবলু।
রেজাউল করিম বাবলু বলেন, ‘আইনটি এখানে উত্থাপন করা হচ্ছে সেটি গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা কী দেখি মাননীয় স্পিকার, করি তো ধুলা দূর, রাজ্য ধুলায় ভরপুর। এত আইন করেছি, কিন্তু শুধুমাত্র সঠিক বাস্তবায়ন, প্রণয়ন ও প্রয়োগের কারণে আমাদের আইনগুলো ভেস্তে যাচ্ছে।’
তিনি বলেন, ‘আমি যেটা বলবো, আমরা ইতোপূর্বে আল্লামা শফী সাহেবকে ‘তেঁতুল হুজুর’ বলে উল্লেখ করেছি মাননীয় স্পিকার। আল্লামা তেঁতুল হুজুরের তেঁতুল থিওরিটাও যদি কাজে লাগানো যেত, তাহলে ধর্ষকেরা ধর্ষণ থেকে পিছপা হতো। ধর্ষণ থেকে তারা নিরুৎসাহিত হত। তাদের ভেতরে ধর্মীয় অনুভূতি আসত।’
স্বতন্ত্র সংসদ সদস্য বাবলু বলেন, ‘সুতরাং, এ আইনটি প্রয়োগের আগে আমাদের ধর্ষকেরা যাতে ধর্ষণের কাজে উদ্বুদ্ধ না হয়, তাদের ভেতরে যেন ধর্মীয় অনুভূতি আঘাত করে, একটি মানবতা যেন ক্রিয়েট করে, তারা যেন মনুষ্যত্ব ফিরে পায়, এরকম একটি সিচুয়েশন যদি সমাজে থ্রো করা হয়, তাহলে এত কঠিন আইনের প্রয়োজন হবে না। একটি ফাঁসি কার্যকর করে একটি নাগরিক কমানোর প্রয়োজন হবে না। আমরা চাই ধর্ষক যেন না হয়। ধর্ষকের সংখ্যা যেন না বাড়ে।
এমপি বাবলু বলেন, ‘এখানে কী দেখছি মাননীয় স্পিকার, নারীবাদীরা নারী স্বাধীনতার কথা বলে নারীদের উন্মুক্ত করে চলছে। যার কারণেই ধর্ষকেরা ধর্ষণের অনুভূতিকে এতটা একসেপ্ট করেছে যে, ধর্ষণে উৎসাহিত হচ্ছে।’
রেজাউল করিম বাবলু বলেন, ‘আইনটি এখানে উত্থাপন করা হচ্ছে সেটি গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা কী দেখি মাননীয় স্পিকার, করি তো ধুলা দূর, রাজ্য ধুলায় ভরপুর। এত আইন করেছি, কিন্তু শুধুমাত্র সঠিক বাস্তবায়ন, প্রণয়ন ও প্রয়োগের কারণে আমাদের আইনগুলো ভেস্তে চলে যাচ্ছে।’
উল্লেখ্য, ২০১৩ সালে নারীদের এক ওয়াজ মাহফিলে নারীদের তেঁতুলের সঙ্গে তুলনা করে তীব্র সমালোচনায় পড়েন হেফাজত ইসলামের প্রয়াত আমির আল্লামা আহমেদ শফী। সম্প্রতি তিনি প্রয়াত হয়েছেন।