নারায়ণঞ্জের চার বছর বয়সী এক শিশুকে নিজের ঘরে ঢুকিয়ে ধর্ষণচেষ্টা করলে এক যুবককে গনধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী । ধর্ষনে বাধা দিলে শিশুটির চাচাকে দা দিয়ে আঘাত করে ওই যুবক ।
গ্রেফতার হওয়া যুবকের নাম আরিফ হোসেন । বাবার নাম মৃত মহিউদ্দিন । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ( ৭ এপ্রিল ২০২২)সকালে সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের সেকেরহাট গ্রামে ।
এলাকাবাসী জানিয়েছে, সকাল ৭টার দিকে আরিফ হোসেন ওই শিশুকে ফুসলিয়ে ঘরের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির আর্তচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ভুক্তভোগী শিশুর চাচা অভিযুক্ত আরিফের কাছে ঘটনার সত্যতা জানতে চান। এতে আরিফ ক্ষিপ্ত হয়ে তার কাছে থাকা দা দিয়ে ওই শিশুর চাচাকে আঘাত করেন ।পরে এলাকাবাসী এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে ও অভিযুক্ত আরিফকে আটক করে গণধোলাই দেয়। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়। এর আগেও আরিফ ১০ বছর বয়সী আরেক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে বলে জানিয়েছে স্থানীয়রা ।
তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ আবু সাঈদ পিয়াল বলেন, ধর্ষণের চেষ্টার ঘটনায় আরিফ নামে একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।