নারী শিক্ষার বিরোধী নই সহ শিক্ষার বিরোধী বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামী বাংলাদেশের আমির ও মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।
শুক্রবার (৩ জানুয়ারি) আল জামিআতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম মাদরাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমি নারী শিক্ষার বিরোধী নই সহ শিক্ষার বিরোধী। সহশিক্ষার কুফল অনেক। সহশিক্ষার কারণে শিক্ষকের কুকর্ম থেকেও বর্তমানে ছাত্রীরা রক্ষা পাচ্ছে না। নারীদের শিক্ষা ব্যবস্থা নারী দিয়ে করতে হবে, পুরুষ দিয়ে নয়। তাহলে উচ্চ শিক্ষা পড়ুয়া ছাত্রীরা নিরাপদ থাকবে।’