প্রকাশ্য দিনের আলোয় নারীকে প্যান্ট খুলে ধর্ষণের হুমকি দেওয়া বাবলুর ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর তাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের সদরঘাট থানা পুলিশ।
ঘটনাটি চট্টগ্রামের আগ্রাবাদের পশ্চিম মাদারবাড়ীর টং ফকির মাজার লাইন এলাকার।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৮ টার দিকে ডবলমুরিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাবলু ওই এলাকার মো. সালেহ আহমদের ছেলে।
বাবলুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নগর পুলিশের ডিসি (দক্ষিণ) মেহেদী হাসান।
ডিসি মেহেদী হাসান বলেন, ফেসবুক থেকে ঘটনাটি আমাদের নজরে আসে। সাথে সাথেই বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে যথাযথ আইনে মামলার প্রস্তুতি চলছে। কাল বুধবার তাকে আদালতে প্রেরণ করব।
উল্লেখ্য, ফেসবুকে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায় বাবলু নামের এক যুবক প্রকাশ্যে প্যান্ট খুলে এক নারীর দিকে ধর্ষণে উদ্যত হচ্ছে। বাবলুর পেছনে তার মা ও ভাইয়ের স্ত্রীও রয়েছেন। পরে জানা যায় বাবলু ওই নারীকে ধর্ষণের হুমকি দিতে এভাবে পোশাক খুলে তার দিকে অগ্রসর হচ্ছিল। এ ঘটনায় সমালোচনা হলে সেটি আইন-শৃঙ্খলা বাহিনীর নজরে আসে। এরপর সন্ধ্যায় আটক হয় সে। মামলা দায়ের হলে গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে।