শেয়াল তাড়াতে খামারে বৈদ্যুতিক তার লাগিয়েছিলেন প্রতিবেশী। দুপুরে রান্নার জন্য ক্ষেতে শাক তুলতে গিয়েছিলেন শেফালী জলদাশ। সেখানে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। বৃহস্পতিবার দুপুর ১টায় চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব নাটমুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শেফালী জলদাশ উপজেলার পুকুরিয়া ইউনিয়নের পূর্ব নাটমুড়া গ্রামের মেঘনাথ জলদাশের স্ত্রী। তাদের ৩ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মনছুর আলমের মালিকানাধীন মুরগির খামারে শিয়াল তাড়ানোর জন্য খামারের চতুর্দিকে বেড়ায় আর্থিং তার ব্যবহার করা হয়। এ বিষয়টি কেউ জানতো না। শেফালী জলদাশ পরিবারের জন্য ক্ষেতে শাক তুলতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রামদাশ হাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রাকিবুল ইসলাম জানান, লাশের সুরতহাল তৈরি করা হয়েছে।
পুকুরিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মনির উদ্দীন জানান, পরিবারের সদস্যদের জন্য দুপুরের রান্নার শাক তুলতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে।