https://youtu.be/LF4swAdFOJQ
আজ বৃহস্পতিবার রাতে বিশ্বকাপের জার্মানি বনাম কোস্টারিকা ম্যাচে দায়িত্ব পালনের মাধ্যমে ‘ফিফা ওয়ার্ল্ডকাপ কাতার ২০২২’এর প্রথম নারী রেফারি হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন ফ্রান্সের স্টেফানি ফ্র্যাপার্ট।
এর আগে ২০২০ সালে স্টেফানি ফ্র্যাপার্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন। ফিফা ফ্র্যাপার্টের সহকারী হিসেবে দুই নারীকে বেছে নিয়েছে, ব্রাজিলের নিউজা ব্যাক এবং মেক্সিকোর কারেন ডিয়াজ মেডিনা। বিশ্বকাপের আজ রাতের ম্যাচের জন্য নারী রেফারি দল সম্পূর্ণ প্রস্তুত। বিশ্বকাপের বাছাই পর্বে চতুর্থ নারী হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেসবিট।
তিনি খেলার ভিডিও পর্যালোচনা দলের ‘অফসাইড বিশেষজ্ঞ’ হিসাবে আল বায়েত স্টেডিয়ামেও কাজ করবেন। এছাড়াও রুয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা এবং জাপানের ইয়োশিমি ইয়ামাশিতাও কাতারে রেফারির জন্য ফিফার তালিকায় রয়েছেন।
‘ফিফা ওয়ার্ল্ডকাপ কাতার ২০২২’ এ ৬৪টি খেলার মধ্যে ৪৪তম খেলার জন্য ফিফা ঐতিহাসিক নিয়োগ দিল। ৩৮ বছর বয়সী এ ফরাসি নারী ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার পক্ষে পুরুষদের খেলায় রেফারির দায়িত্ব পালন করেন। তিনি বিশ্বকাপ বাছাইপর্ব , চ্যাম্পিয়ন্স লিগে এবং এই বছরের ফ্রেঞ্চ কাপ ফাইনালে পুরুষদের খেলায় রেফারি ছিলেন।
ফ্র্যাপার্ট ফ্রান্সের হারব্লে-সুর-সেইনে বেড়ে ওঠেন এবং ১৩ বছর বয়সে প্রথম রেফারি হিসেবে কাজ শুরু করেন। মাত্র ১৮ বছর বয়সে তিনি ‘জাতীয় অনূর্ধ্ব-১৯’ খেলায় রেফারি হয়েছিলেন। ২০১১তে এসে ফ্র্যাপার্ট ফ্রান্সের পুরুষদের ফুটবলের ‘থার্ড ডিভিশন অফ চ্যাম্পিয়নন্যাট ন্যাশনাল’ -এ রেফারি হিসেবে কাজ শুরু করেন। তিনি ২০১৫ সালে ফিফার নারী বিশ্বকাপেও রেফারি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৯ সালে ফিফার নারী বিশ্বকাপ ফাইনালেও দায়িত্বও নিয়েছিলেন।