ব্যক্তি জীবনের সম্পর্ক দ্বন্দ্ব ও মানসিক চাপের কথা উল্লেখ করে নিজের জীবনের সবচেয়ে কঠিন যাত্রার কথা সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেছেন বলিউড চলচ্চিত্র নির্মাতা অপূর্ব আসরানি।জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা অপূর্ব আসরানি তার টুইটার হ্যান্ডেলে জানান, শীর্ষস্থানীয় এক অভিনেত্রীর সাথে লড়াই তাকে বেলসপালসিতে (মুখের পক্ষাঘাত) ভুগিয়েছিল। পোস্টে তিনি অভিনেত্রীর নাম উল্লেখ না করলেও সিমরান সিনেমা তৈরির দিনগুলোতে তোর সাথে কঙ্গনা রনৌতের সাথে সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়।
অপূর্ব আসরানি তার প্রথম টুইটে লিখেন, ‘আমি নিজের জীবনের প্রায় ৪০টি বছর অত্যন্ত ব্যাকুল হয়ে ব্যস্ত ছিলাম। আমার ক্যারিয়ার, আমার সম্পর্ক এবং আমার স্বাস্থ্য নিয়ে বরাবরেই সচেতন মানুষ আমি। তবে যত বেশি চেষ্টা করি ঠিক ততই যেন ক্লান্ত হয়ে পড়ি আমি। সেখানে তিনি নিজের ওই সময়কালের কয়েকটি ছবিও শেয়ার করেন।
পরের টুইটে তিনি লিখেন, ‘তারপরে ৪০ বছর বয়সী এক শীর্ষস্থানীয় অভিনেত্রীর সাথে সম্পর্ক ও চাপের লড়াইয়ে আমি বেলসপালসিতে আক্রান্ত হয়েছিলাম যা আমার মুখের দুপাশকেই পক্ষাঘাতের একধরণের রূপ দিয়েছিল। তার সাথে ছিল মারাত্মক বমি বমি ভাব। আমি সে সময় মেইড ইন হেভেন সিনেমার সম্পাদনাসহ প্রায় সব কাজ বন্ধ করতে বাধ্য হয়েছিলাম।
অপর একটি টুইট বার্তায় অপূর্ব বলেন, ‘আমাকে শহর ছেড়ে চলে যেতে হবে এবং কাজ ছেড়ে যেতে হবে।সম্পর্কের দ্বন্দ্বটি একসময় আমাকে ধীরে ধীরে নগর ও নিজের কাজ থেকে সরিয়ে নেয়। প্রায় তিনবছর পর আমি আবার জীবনের দিকে এগিয়ে এসেছি। ঈশ্বরকে ধন্যবাদ।