‘পারিবারিক বিয়ের হাত থেকে বাঁচান’! বউ খুঁজতে যুক্তরাজ্যের লন্ডন শহর জুড়ে এমন বাক্য লেখা বিলবোর্ড টাঙালেন যুবক মুহম্মদ মালিক। তিনি প্রেম করেই বিয়ে করতে চান। তাই কারও উপর ভরসা না করেই নিজেকেই শহরের কোনায় কোনায় ছড়িয়ে দিয়েছেন। তবে সেটা বিজ্ঞাপনের মাধ্যমে।
মহম্মদ মালিকের বয়স ২৯। লন্ডনের স্থায়ী বাসিন্দা। তবে বার্মিংহামেও তাঁর বাড়ি রয়েছে। পেশায় ব্যবসায়ী। নিজের পছন্দ মতো মেয়ে জুটছে না তাঁর কপালে। আবার সম্বন্ধ করে বিয়েতেও রাজি নন। তা হলে উপায় কী? ছেলে নিজেই ঠিক করে ফেললেন প্রেম করেই বিয়ে করবেন। কিন্তু পাত্রী কোথায়?
দেখাশোনার বিয়ে মহম্মদের একেবারেই যে অপছন্দ তেমনটা নয়। তবে তিনি আগে নিজের মতো করে পাত্রী খুঁজে নিতে চাইছেন। মনের মতো পাত্রী খুঁজে পেতে ঝটপট রাস্তাও বার করে ফেলেন। বার্মিংহাম এবং ম্যাঞ্চেস্টার জুড়ে বিলবোর্ডে নিজের ছবি দিয়ে বিজ্ঞাপন দিয়েছেন তিনি। তাতে লেখা, ‘আমাকে পারিবারিক করে বিয়ের হাত থেকে বাঁচান!’ বিলবোর্ডের ওই লেখাতেই যেন তাঁর আকুতি ঝরে পড়ছে।