ফেনীর ফুলগাজীর পেচিবাড়িয়া গ্রামে শনিবার সকালে গলায় ছুরি ধরে এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে এক বখাটে। ধর্ষণের শিকার ওই ছাত্রীকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই ছাত্রীর ভাই ও পুলিশ জানায়, সকাল ৯টার দিকে এসএসসি পরীক্ষার কোচিং করার জন্য বন্দুয়া উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিল ছাত্রীটি। যাওয়ার পথে সিলোনীয়া নদীর পাড়ে অবস্থিত স্লুইচগেটের কাছে পৌঁছলে খিলাপাড় গ্রামের মৃত মনির আহাম্মদের ছেলে সোহাগ (২৬) পথ আগলে তার গলায় ছুরি ধরে তাকে পার্শ্ববর্তী নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। এ সময় ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ধর্ষক সোহাগ পালিয়ে যায়। ছাত্রীকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সোহাগের ব্যবহূত ছুরি উদ্ধার করেছে।
ফুলগাজী থানার ওসি কুতুব উদ্দিন জানান, পুলিশ ধর্ষক সোহাগকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রস্তুতি চলছে।