এক নারীর শরীরে অ্যাসিড ছুড়ে ঝলসে দিয়েছে শ্বশুরবাড়ির লোকেরা। এ সময় তার হাতের বাহু, মুখ ও চোখে অ্যাসিডে ঝলসে যায়। আজ রোববার (৫ সেপ্টেম্বর ২০২১) দুপুরে ফুলগাজী উপজেলার পূর্ব দরবারপুরে ভিকটিমের নিজের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
ভিকটিম খালেদা আক্তার অমি জানায়, দুপুরে সে শোবার ঘরের জানালার পাশে বসে ছিলেন। এসময় তার স্বামীর ফুফাত ভাই তারেক ও তার সহযোগী মিনার তার শরীরে অ্যাসিড ছুড়ে দিয়ে মোটরসাইকেল করে পালিয়ে যায়।
ফেনী জেনারেল হাসপাতালের আরএমও তৌহিদুল ইসলাম বাবু জানান, অমির হাতের বাহু, মুখ ও চোখে এসিড নিক্ষেপের ফলে ঝলসে গেছে। তার চিকিৎসায়ই প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে।
অ্যাসিডদগ্ধ খালেদা ইসলাম (২৫) ফেনীর পরশুরাম উপজেলার সাতকুচিয়া গ্রামের প্রবাসী লিখন আহমেদের স্ত্রী। তাঁকে প্রথমে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
এফএ