পারিবারিক ঝগড়ার জেরে মাকে বটি দিয়ে গলা কেটে হত্যা করলো ছেলে । ঘটনাটি ঘটেছে ফেনীর সোনাগাজীর চরছান্দিয়া ইউনিয়নের বড় ধলি গ্রামে । রোববার (৯ জানুয়ারি ২০২০) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আমেনা বেগম (৫০)। তিনি ওই গ্রামের সাহাব উদ্দিনের স্ত্রী।
মাতৃহন্তা যুবকের নাম নাম নুর করিম রাসেল (২৮) । এই ঘটনায় ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে বটি দিয়ে মায়ের গলা কেটে হত্যা করে নুর করিম রাসেল। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার আলামত ব্যবহৃত বটি উদ্ধার করা হয়েছে।