বিয়ের দিনে স্টিয়ারিং হুইল হাতে কলকাতার দাবাং বধূ
- অশ্রুসজল চোখে বধু বিদায়ের দৃশ্যপটই যেন বদলে দিলেন স্নেহা। বিয়ের লেহেংগায় বধূ সেজে নিজেই চালকের আসনে বসে স্বামীকে নিয়ে শ্বশুরবাড়ি পৌঁছে দাবাং বধূ হিসেবে নেট দুনিয়ায় ভাইরাল হলেন কলকাতার ২১ বছর বয়সী স্নেহা সিংহী। স্বামী সৌজাত উপাধ্যায়ও নবপরিণীতা স্ত্রীকে উতসাহিত করেছেন।
ভারতীয় উপমহাদেশের বিবাহ রীতিতে সাধারণত কনের পরিবার একটি আবেগঘন পরিবেশে মেয়েকে পাত্র ও তার পরিবারের হাতে তুলে দেন। চিরাচরিত এমন দৃশ্যপটকে পালটে দিলেন দাবাং বধূ স্নেহা। সিঁথি ভরা সিদুর ও রক্তিম লেহেংগায় কনের সাজে স্নেহা গাড়িতে উঠেই স্টিয়ারিং হুইল হাতে তুলে নেন। এতে সায় ছিল পাশে বসা নতুন বর সৌজাতেরও।
স্নেহার এমন ‘বিদায়ি’ নেট দুনিয়ায় ভাইরাল হলে এ নিয়ে নানা আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। তবে তিনি নেটিজেনদের শুভকামনাই বেশি পেয়েছেন। পেয়েছেন দাবাং বধূর আখ্যা।
ভাইরাল হওয়া বভিডিওতে দেখা গেছে, তাঁর শ্বশুর-শাশুড়ী তাকে বলছেন, সিট আপ করলে, বেটা’। স্নেহার বর সৌজাত আত্মবিশ্বাস নিয়ে জবাব দেন, ‘বাবা সে সহজেই ম্যানেজ করে নেবে।’