এগারো বছরের মেযে শিশুকে নিয়মিত ধর্ষণ করত মক্তব শিক্ষক। প্রথম দিকে ভয়ে গোপন রাখলেও একসময় পরিবারকে জানিয়ে দেয় শিশুটি। অক্টোবরে শিশুর মা থানায় অভিযোগ দেওয়ার পর গ্রেপ্তার হল মক্তব শিক্ষক মোজাম্মেল।
ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের বাশখালী উপজেলার চাম্বলে।
রোববার (১ নভেম্বর) কুমিল্লার দেবিদ্বারে অভিযান চালিয়ে অভিযুক্ত মোজাম্মেল হক (৫৫) নামে ওই মক্তব শিক্ষককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারের পর তাকে থানা হেফাজতে দিয়ে তার বিরুদ্ধে মামলা সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া মোজাম্মেল হক বাশঁখালীর চাম্বল এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর ১১ বছরের ওই শিশুকে ধর্ষণের অভিযোগ এনে বাঁশখালী থানায় মামলা করেন ভিকটিম শিশুর মা। এ পর্যন্ত শিশুটি চারবার ধর্ষণের শিকার হয়েছে। মামলার পর থেকে অভিযুক্ত শিক্ষক পালিয়ে বেড়াচ্ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর এএসপি মাহমুদুল হাসান মামুন।