ধর্ম অনুভূতির মামলা
ভারতের হিন্দুয়ানি রাজনীতির কবলে পড়ে বিনোদন জগতের শিল্পী বা অ্যকটিভিস্ট যেই হোন না কেন ধর্ম অনুভূতির মামলার শিকার হচ্ছে যথতত্র। এবার এমন মামলা ও রাষ্ট্রীয় বিদ্বেষের শিকার হলেন শ্বেতা তিওয়ারি। ওই মন্তব্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জনসমক্ষে ধর্ম অনুভূতিতে আঘাত দেওয়ায় নিন্দা জানিয়েছেন।
ভারতের টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি একটি শোতে মন্তব্য করেছিলেন—”মেরি ব্রা কা সাইজ ভগবান লে রাহে হ্যায়”। ওই মন্তব্যের জন্য তার বিরুদ্ধে ভারতের মধ্যপ্রদেশে একটি মামলা দায়ের করার পরে তিনি ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন। শ্বেতা বলেন, অনুভূতিতে আঘাত করার জন্য ক্ষমা চাই তবে আমার মন্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রসঙ্গের বাইরে নেওয়া হয়েছে এবং এ নিয়ে ভুল ধারণা ছড়ানো হয়েছে। শ্বতার আসন্ন ওয়েব সিরিজ ‘শো স্টপার’- নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেছিলেন। ওই ওয়েব সিরিজে রোহিত রায়, দিগঙ্গনা সূর্যবংশী, সৌরভ রাজ জৈনও অভিনয় করেছেন। ওয়েব সিরিজটিতে ভগবান নামের একটি চরিত্র রয়েছে যিনি ওই ওয়েবসিরিজে ব্রা ফিটার।
এ বিষয়ে অভিনেতা সৌরভ জৈন বলেন, শ্বেতা তিওয়ারির বিবৃতিটি পড়ে এ বিষয়টি আমার নজরে এসেছে। আমার সহকর্মী শ্বেতার পূর্ববর্তী বক্তব্য উল্লেখ করে আমার একটি নির্দিষ্ট বিবৃতিটি প্রসঙ্গ থেকে সরিয়ে নিয়ে ইচ্ছেকৃত ভুল ব্যাখ্যা করা হয়েছে৷ পুরো বিষয় জানলে যে কেউ বুঝতে পারবেন যে বিবৃতিটি ‘ ভগবান’ সৌরভ রাজ জৈনের ওয়েব সিরিজটির চরিত্র প্রসঙ্গে ছিল। এটি সম্পূর্ণরূপে ভুল বোঝানো হয়েছে যা দেখতে দুঃখজনক। আমি নিজে ‘ভগবান’-এর প্রতি কট্টর বিশ্বাসী, আমি ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে এমন কোনও কথা বলব বা করব যা সাধারণভাবে অনুভূতিতে আঘাত করবে এমন কোনও উপায় নেই ।’
সংবাদ সম্মেলনের সময় ওয়েব সিরিজে ব্রা-ফিটার চরিত্রে অভিনয় করার জন্য সৌরভকেও উত্যক্ত করা হয় অথচ সৌরভ আগের নাটকে তিনি ভগবান কৃষ্ণের ভূমিকায় অভিনয় করেছিলেন। শ্বেতা পুরো বক্তব্য ছিল, ‘ভগবান সে সিধা ব্রা ফিটার। মতলব, জাম্প তো দেখো… মেরি ব্রা কা সাইজ ‘ভগবান’ লে রাহে হ্যায় (সরাসরি ঈশ্বর থেকে একজন ব্রা ফিটার, তার জাম্পটা দেখেন। ’
অভিনেতা ও আরজেহোস্ট সলিল আচার্য যিনি ওই ইভেন্টের একটি অংশ ছিলেন তিনি একচেটিয়াভাবে কথা বলেছেন শেব্তার পক্ষে। তিনি বলেন, ‘ শ্বেতার বিবৃতিটি প্রেক্ষাপটের বাইরে নেওয়া হয়েছে। যখন এই ঘটনাটি ঘটেছিল তখন আমি শ্বেতার সাথে মঞ্চে ছিলাম। আমি অভিনেতা সৌরভ রাজ জৈনকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করছিলাম। প্রশ্নটি ছিল একজন ব্যক্তি যিনি অতীতে পৌরাণিক এবং ঈশ্বরীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি কীভাবে এটি এত আলাদা কিছু অভিনয় করেছেন? মজার ভঙ্গিতে শ্বেতা বলেন, এখন আমরা ভগবানকে এটা করতে বাধ্য করছি। শ্বেতার কথা প্রেক্ষাপটের বাইরে নেওয়া হয়েছে এবং আমি সত্যিই বিষয়টা পরিষ্কার করতে চাই।’