নাহিদা সোবহান মধ্যপ্রাচ্যে বাংলাদেশের প্রথম নারী কূটনীতিবিদ হিসেবে নিয়োগ পেলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ অনুবিভাগের মহা-পরিচালক নাহিদা সোবহানকে জর্ডানে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মধ্যপ্রাচ্যে নাহিদাই প্রথম বাংলাদেশি নারী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১ জানুয়ারি ২০২০ থেকে দায়িত্ব পালন করছেন।
নাহিদা সোবহান বিসিএস ১৫তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের অফিসার। তিনি রোম, জেনেভা ও কলকাতার বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
নাহিদা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি নেদারল্যান্ডসের হেগের একাডেমি অফ ইন্টারন্যাশনাল ল-এ পাবলিক ইন্টারন্যাশনাল আইন বিষয়ে প্রশিক্ষণ নেন।
এছাড়া ফ্রান্সের প্যারিসের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইনস্টিটিউট থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিপ্লোমা অর্জন করেন। তিনি ফরাসি, ইংরেজি এবং বাংলায় ভাষায় সমানভাবে দক্ষ।
নাহিদা সোবহান বিবাহিতা ও দুই সন্তানের জননী।