ব্রিটেনে মন্ত্রীরাও পাচ্ছেন মাতৃত্বকালীন ছুটি
মন্ত্রীদের মাতৃত্বকালীন ছুটি দিতে তাদের আইন পরিবর্তন করতে সম্মত হয়েছে ব্রিটেন। আগের আইনে সন্তান জন্মের পর ছুটি চাইলে পদত্যাগ করার বিধান ছিল। পরিবর্তিত বিলে অন্তসত্ত্বা মন্ত্রীকে ‘ব্যক্তি’ নয় ‘মা’ বলে অভিহিত করা হবে । প্রসূতি ভাতা অন্যান্য সুবিধাসহ পুরো বেতনের ৬ মাসের অবকাশ যাপন মন্ত্রী।
হাউস অফ লর্ডস বিলে ‘ব্যক্তি’ শব্দটি আর ব্যবহার করছে না।
সরকার নারী মন্ত্রীদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে বলেছে ‘মা’ শব্দটি ব্যবহার করা আইনতভাবে গ্রহণযোগ্য। বিলটি দ্বিতীয় সন্তান প্রত্যাশী অ্যাটর্নি জেনারেল সুয়েলা ব্র্যাভারম্যানের জন্য এ বছরে ‘মাতৃত্বকালীন ছুটি’ নেওয়ার জন্য চালু করা হয়েছিল। বিদ্যমান আইন অনুসারে, তিনি জন্মের পরে সময় নিতে চাইলে তাকে পদত্যাগ করতে হবে।
বৃহস্পতিবার এক বিতর্ক চলাকালীন মন্ত্রিপরিষদ অফিসের মন্ত্রী লর্ড ট্রু বলেছিলেন, ‘সরকার বিলে ভাষার ব্যবহার সম্পর্কে ‘বোধ শক্তির স্বীকৃতি দিয়েছে’। মাতৃত্বকালীন ছুটি একটি অধিকার।’
দেশটির শ্রম নেতা স্যার কায়ার স্টারমার এই আইনটিকে সমর্থন করেছেন এবং বলেছেন, ‘ অন্তসত্ত্বা মন্ত্রীর মাতৃত্বকালীন ছুটির অধিকারের পরিবর্তন ’ অনেক আগেই করা উচিত ছিল।’
দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘সন্তান জন্মদানের সময় বা সন্তানের যত্ন নেওয়ার জন্য ‘পদ থেকে পদত্যাগ’ করার আইন আধুনিক সময়ে গ্রহণযোগ্য নয় ‘
ইতিমধ্যে হাউস ব্রিটেনের হাউজ অফ কমন্স আইনটি পাস করেছে। বিলটি শীঘ্রই ‘আইন’ হয়ে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে।