এক বছর আগে অষ্টম শ্রেণি পড়ুয়া নাবালিকা মেয়েকে ভাগিয়ে বিয়ে করে আবু সাইদ। বিয়ের কিছুদিন যেতে না যেতেই বিভিন্ন ছুঁতোয় পেটাত স্ত্রীকে। এবার মাধরের এক পর্যায়ে দা নিয়ে এসে স্ত্রীর চুল কেটে দেয় আবু সাইদ। চিৎকার শুনে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে কিশোরীকে উদ্ধার করে স্বামী আবু সাইদকে হেফাজতে নিয়েছে পুলিশ।মামলার পর ৭ নভেম্বর শনিবার দুপুর ১টায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) ঘটনাটি ঘটেছে বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার রাজাপুর থানা এলাকার দক্ষিণ আঙ্গুরিয়া গ্রামে।
অভিভাবকের অমতে ১৩ বছরের কিশোরীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করে আবু সাইদ নামের যুবক। সে ট্রলি চালক। বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে নাবালিকা স্ত্রীকে মারধর করত
রাজাপুর থানা সূত্রে জানা যায়, অভিভাবকের অমতে ১৩ বছরের কিশোরীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করে আবু সাইদ নামের যুবক। সে ট্রলি চালক। বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে নাবালিকা স্ত্রীকে মারধর করত। ৯৯৯ নম্বরে কল পাওয়ার পর কিশোরী সুমনাকে উদ্ধার করে অভিভাবকের হেফাজতে দেওয়া হয়েছে। এছাড়াও অভিযুক্ত আবু সাইদকে থানা হেফাজতে আটক রাখা হয়। পরে ভিকটিমের অভিভাবকের দায়ের করা মামলায় আবু সাইদকে গ্রেপ্তার দেখানো হয়। আটক হওয়া আবু সাইদ হাসান আঙ্গারিয়া গ্রামের ইদ্রিস হাওলাদারের ছেলে এবং ভিকটিম সুমনা (চদ্মনাম) উপজেলার পুটিয়াখালী গ্রামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর মেয়ে। সে একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
পুলিশ এসে দেখে দা দিয়ে স্ত্রীর চুল কেটে নিয়েছে আবু সাইদ
নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেশীরা জানান, তার বাড়ি থেকে প্রায় মারধর ও কান্নার আওয়াজ পাওয়া যেত। বারবার তাকে মৌখিকভাবে সাবধান হতে বললেও সে নির্বিকার থাকত। এবার জানালা দিয়ে দেখা যায় আবউ সাইদ প্রচণ্ডভাবে পেটাচ্ছে স্ত্রীকে। এক পর্যায়ে উত্তেজিত হয়ে দা নিয়ে এলে কোন অঘটন হতে পারে এমন আশংকা থেকেই পুলিশের জরুরি হেল্পলাইন নম্বর ৯৯৯ এ কল দিই। পুলিশ এসে দেখে দা দিয়ে স্ত্রীর চুল কেটে নিয়েছে আবু সাইদ।
এ বিষয়ে জানতে ফোন করা হলে রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ভিকটিমকে উদ্ধার করি। হাসানকে আটক করার পর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর শনিবার ৭ নভেম্বর আবু সাইদকে আদালতে প্রেরণ করেছি।
তিনি আরও বলেন, এ ঘটনায় রাতে মেয়েটির বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে মামলা দায়ের করেছেন।