মায়ের সম্মানে কলকাতার তরুণ ঠোটে লাগালেন লাল লিপস্টিক। ভাবছেন এ কেমন কথা? পারিবারিক একটি অনুষ্ঠানে তার মা লাল লিপস্টিক পরে উপস্থিত হয়েছিলেন। তাদের কিছু ঘনিষ্ট আত্মীয়রা ‘বেশ্যা’ আখ্যা দিয়েছিল তার মাকে। ওই ঘটনাটি পুস্পক সেন নামের ওই তরুণের মনে দারুণ আঘাত লেগেছিল। ওই ঘটনার চাবুক জবাব নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন তরুণ পুস্পক সেন।
তরুণ পুস্পক লাল লিপস্টিক ও মেকআপ পরে একটি ছবি ফেসবুকে পোস্ট করে বললেন, ‘ আমার মা একজন ৫৪ বছর বয়সী নারী। পারিবারিক একটি অনুষ্ঠানে তিনি লাল লিপস্টিক পরে হাজির হয়েছিলেন। তিনি আমাদেরই কিছু ঘনিষ্ট আত্মীয়দের কাছে বেশ্যা আখ্যা পেয়েছিলেন। আমার আজকের ছবিটি তাদের জন্যই পোস্ট করা।’
‘আমার মা একজন ৫৪ বছর বয়সী নারী। পারিবারিক একটি অনুষ্ঠানে তিনি লাল লিপস্টিক পরে হাজির হয়েছিলেন। তিনি আমাদেরই কিছু ঘনিষ্ট আত্মীয়দের কাছে বেশ্যা আখ্যা পেয়েছিলেন। আমার আজকের ছবিটি তাদের জন্যই পোস্ট করা।’
ফেসবুকের ওই স্ট্যাটাসে পুস্পক সেন নামের ওই তরুণ আরও লেখেন, ‘ আজ (বুধবার) সকাল সকাল এটা তাদের কাছেও পাঠিয়ে দিলাম। সাথে লিখলাম শুভ সকাল ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আমি লক্ষ্য করেছিলাম আমাদের এমন বাজে কথা বলা লোকগুলো তখন অনলাইনেই ছিল। হয়ত তারা আবারও আড্ডায় মেতে উঠেছিল।’
এই যে আমি লাল লিপস্টিকওয়ালা পুরুষ। দাড়িসমেত মুখে লাল লিপস্টিক লাগানো পুরুষ
তিনি লেখেন, ‘এই যে আমি লাল লিপস্টিকওয়ালা পুরুষ। দাড়িসমেত মুখে লাল লিপস্টিক লাগানো পুরুষ।’
তিনি লেখেন, ‘এই ছবিটি শুধু মায়ের জন্য নয়। সে সব নারীদের জন্য প্রতিবাদের প্রতিচ্ছবি যারা এ সমাজের নোংরামোর কারণে অনিরাপত্তায় ভোগেন। আমি সব বোন ও মেয়েদের জন্য দাঁড়ালাম যারা এই বিষাক্ত সমাজের জন্য অনিরাপত্তায় থাকেন। ’
তিনি লেখেন, ‘আমি আমার ভাই ও ফেলোদের অনুরোধ করব আপনারাও আমার পাশে এসে দাঁড়ান। আপনার প্রিয়জনকে অপমান হতে দেখলে গর্বের সাথে তার পাশে দাঁড়ান।’