’মিতু হত্যার অভিযোগপত্র দেওয়া হবে দ্রুত’
মিতু হত্যার চার বছর গড়িয়ে গেছে। এখনও মামলার চার্জশিট দেওয়া হয়নি। মামলার অগ্রগতি নিয়ে শুনানি চলার সময় চার্জশিট অল্প সময়ের মধ্যে দেওয়া হবে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে মামলারেৎ অগ্রগতি প্রতিবেদনের ওপর শুনানি চলার সময় রাষ্ট্রপক্ষ বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য দেন। এ সময় আদালত অগ্রগতি প্রতিবেদনে হত্যাকাণ্ডের সঙ্গে জামিন চাওয়া আসামি ওয়াসিমের সম্পৃক্ততা উল্লেখ থাকায় তাকে জামিন দেননি। তিন মাসের মধ্যে মিতু হত্যার তদন্ত শেষ না হলে, পুনরায় রিপোর্ট দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট।
হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিদর্শক সন্তোষ কুমার চাকমা।
২০১৯ সালের ২ ডিসেম্বর আলোচিত চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তদন্তের লিখিত অগ্রগতি প্রতিবেদন চান হাইকোর্ট।
কী ঘটেছিল ২০১৬ সালে?
২০১৬ সালের ৫ জুন সকালে নগরের ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় মিতুর স্বামী বাবুল আক্তার বাদি হয়ে চট্টগ্রাম নগরীরর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিউজ সূত্র: সময় নিউজ